সমুদ্রসৈকতে প্রথম সূর্যোদয়ের সাক্ষী ছোট্ট ইউভান- সঙ্গী মা শুভশ্রী, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছবি

জীবনে এই প্রথম বার বড় ট্যুরে গেল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী পুত্র স্টারকিড ইউভান । আজ সকাল থেকেই ইউভান কে দেখা গেছে এয়ারপোর্টে । মা শুভশ্রী চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ছেলে ইউভানের বেশ কিছু মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করেছিলেন । রাজ চক্রবর্তী এবং শুভশ্রী দুজনাই অত্যন্ত ব্যস্ততম তারকা। কাজে ব্যস্ত থাকার জন্য খুব একটা ছুটি কাটাতে পারেন না তাঁরা । কিন্তু এবার তারই মধ্যে ব্যস্ততম রুটিন কে ব্রেক দিয়ে ছেলেকে নিয়ে প্রথমবারের জন্য তারা বড় ট্রিপে গেলেন ।

জানা গিয়েছে সব কাজকে ফাঁকি দিয়ে রাজ চক্রবর্তী পুত্র এবং স্ত্রীকে নিয়ে পুরী গেছেন জগন্নাথদেব দর্শনে। জীবনের ব্যস্ততম রুটিন কে ফেলে রেখে একরাত্রি ছেলেকে নিয়ে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন এই তারকা দম্পতি । সমুদ্রের নোনা হাওয়া গায়ে লাগিয়ে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছে চক্রবর্তী পরিবার। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই তারকা দম্পতির ছুটির মেজাজ লেন্স বন্দী হয়েছে।

এয়ারপোর্টে বেস্ট স্টাইলিশ লুকে ধরা পড়েছে ছোট্ট ইউপর্ন শুভশ্রীর পরনে ছিল সাদা রংয়ের কুর্তি ছেলেকে নিয়ে যে পুরি যাচ্ছেন এ কথা সোশ্যাল মিডিয়া থেকেই জানা যায় প্লেনে করে দিন পুরি উদ্দেশ্যে যাত্রা দিয়েছে চক্রবর্তী পরিবার ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতে ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছেন শুভশ্রী একদৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলের মুখের দিকে ছবির ক্যাপশনে রাজ চক্রবর্তীকে লিখতে দেখা যায় “মায়ের হাত ধরে, তার পদাঙ্ক অনুসরণ করে, ইউভান পৃথিবীর সব অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছে”।

মূলত রাজ চক্রবর্তী এবং শুভশ্রী দুজনায় খুবই ঈশ্বর বিশ্বাসী ।তাই ছেলের প্রথম জন্মদিন এর আগে তাকে নিয়ে সরাসরি জগন্নাথদেবের আশীর্বাদ নিতে চলে গেছেন পুরী। চলতি বিধানসভা নির্বাচনের আগেও দম্পতিকে পুরীতে পুজো দিতে দেখা গিয়েছিল । জগন্নাথ দেবের ভক্ত শুভশ্রী এবং রাজ দুজনাই। জীবনের বিশেষ দিনের আগে সব সময় তাঁরা জগন্নাথ দেবের পুজো দিতে চান । তাই এবারেও তার অন্যথা হয়নি, ছেলের জন্মদিনের আগে পৌঁছে গেছেন জগন্নাথদেবের কাছে।

শুভশ্রী

কোভিড পর্বে অনেক ঝামেলা পোহাতে হয়েছে রাজ- পরিবারকে। নিজের বাবাকে হারিয়েছেন রাজ চক্রবর্তী। পাশাপাশি ভোট চলাকালীন শুভশ্রীও কোভিড পজিটিভ হয়েছিলেন। একরাত্রি ছেলেকে ছেড়ে থাকতে হয়েছিল আইসোলেশনে। এরপর শুভশ্রীর সুস্থ হয়ে কাজে ফিরলেও মাতৃত্ব চলাকালীন অতিরিক্ত ওজন বাড়ার ফলে দর্শকদের কাছ থেকে বডি শেমিং এর শিকার হতে হয় তাঁকে ।

শক্ত হাতে সমস্ত সমালোচনা সামলেছেন তিনি । কিন্তু ব্যস্ততম দুই দম্পতি কাজের চাপে কোথাও যেতে পারেননি এতদিন। এবার তাই সমস্ত কাজ ফেলে রেখে ছুটির মেজাজে এই দম্পতি। যদিও তাঁরা সবসময় ছেলের জন্য আলাদা সময় রাখেন । আগামী ১২ই সেপ্টেম্বর তাঁদের ছেলে ইউভান এক বছরে পা দেবে। তাই ছেলের জন্মদিনকে কেন্দ্র করে একটুকরো ছোট্ট অবসর নিলেন এই দম্পতি।

Related Articles

Back to top button