রয়েছে সুইমিং পুল থেকে সিনেমা হল, টলিউড সুপারস্টার দেবের বাড়ির অন্দরমহল দেখে চোখ উঠবে কপালে

টলিউডের সুপারস্টার নায়ক দেব (dev)। অভিনয়ের পাশাপাশি বর্তমান সময়ে তাঁকে আবার স্টার জলসার রিয়্যালিটি ‘ডান্স ডান্স জুনিয়র’এ (Dance Dance Junior) বিচারকের আসনেও দেখা যাচ্ছে। এবার এই রিয়্যালিটি শোয়ের দুই খুদে তারকা এসে হাজির হল তাঁদের দেবদার বাড়িতে। সারাদিন হইহুল্লোড়, মজা আর আনন্দের পর, শেষে জমজমাট সন্ধ্যাতে ছিল ডিনারের আয়োজনও। আর সেইদিনের কিছু বিশেষ মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তারকা দেব।
ছবি শেয়ার করতে না করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সেইসঙ্গে দেখা যায়, দেবের বাড়িতে সেদিন উপস্থিত হয়েছিল ‘ডান্স ডান্স জুনিয়র’ (Dance Dance Junior)এর দুই খুদে তারকা লাড্ডু (laddu) এবং উদিতা (udita)। সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) এবং লাড্ডুর মাও। হইহুল্লোড়ের মধ্যেই কেটে যায় তাঁদের সারাটা দিন।
বাইপাস লাগোয়া আরবানা কমপ্লেক্সে দেবের (dev) এই ফ্ল্যাট ছিল চোখ ধাঁধানো। যেখানে ঢুকিয়েই ড্রয়িং রুমের মাঝ বরাবর দেখা গিয়েছে নীলচে রঙের এক দোলনা। যা ছোট বড় সকলেরই নজর কেড়েছে। আর সেই দোলনার পাশেই রয়েছে বিরাট কাঁচের জানলা এবং তার পাশেই দেওয়ালে সাজানো রয়েছে দেবের প্রাপ্য নানা পুরস্কার।
তারপরই যা সকলের নজর কেড়েছে তা হল দেবের স্নানঘরের মার্বেলের কাজ। যেখানে থাকা এক বিরাট জাকুকিতে শুয়ে কিছুটা বিশ্রাম নিচ্ছে খুদে তারকারা। পাশাপাশি আরও একটা বিশেষ জিনিস রয়েছে এই ফ্ল্যাটে, তা হল দেবের সুইমিংপুল। যেখানে সুযোগ পেয়েই নেমে পড়েছিলেন রুক্মিণী আর উদিতা। তবে সেখানে সময় পেলে দেবও নেমে পড়েন। আর গা ভিজিয়ে নেন।
এখানেই শেষ নয়, এই ফ্ল্যাটেই রয়েছে আবার একটি থিয়েটার রুমও। যেখানে দেবেরই (dev) সিনেমা চালিয়ে আনন্দে মশগুল হয়ে গিয়েছিল বাচ্চা পার্টি। তবে সবশেষে ছিল জমকালো সন্ধ্যের রাজকীয় ডিনারের আয়োজন। আর এই সমস্ত ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি দেব লেখেন, ‘এমনি… কিন্তু এই এমনিটা ছিল স্পেশাল’।
জানিয়ে রাখি, টলিউডের নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর হাতে কিছু টাকা জমিয়ে সাউথ সিটি কমপ্লেক্সে তিনি প্রথম তার স্বপ্নের রাজপ্রাসাদটি কিনেছিলেন। এখন কলকাতা শহরের বুকে দু-দুটি ফ্ল্যাটের মালিক টলিউডের এই ‘মহানায়ক’।