Bollywood-র সবচেয়ে অশিক্ষিত পরিবার! খান পরিবারের সদস্যদের পড়াশোনার দৌড় দেখে চোখ উঠবে কপালে

কাপুর এবং বচ্চন পরিবারের মত, বলিউডে আরও এক বিখ্যাত পরিবার হল খান পরিবার (khan family)। বিখ্যাত চিত্রনাট্যকর সেলিম খানের স্ত্রী, সন্তান থেকে জামাই, সকলেই এই বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে জানেন কি এই খান পরিবারের সদস্যরা ঠিক কতোটা শিক্ষিত?

img 20221125 185056

সলমন খান (Salman Khan)- প্রায় ৩০ বছর ধরে বলিউডে রাজ করছেন খান পরিবারের অন্যতম প্রধান সদস্য সলমন খান। গোয়ালিয়রের বিখ্যাত দ্য সিন্ধিয়া স্কুলে কয়েক বছর পড়াশোনা করার পর মুম্বাইয়ের সেন্ট স্ট্যানিস্লাউসে পড়াশোনা করেন তিনি। এরপর গ্র্যাজুয়েশনের জন্য মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেও মাঝপথে কলেজ ছেড়ে দিয়ে ১৯৮৮ সালে ‘ফালাক’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন এই অভিনেতা।

img 20221125 185202

সোহেল খান (Sohail Khan)- মুম্বাইয়ের সেন্ট স্ট্যানিসলাস স্কুলে পড়াশোনা করার পর, পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে পাইলট প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করলেও, দুর্বল দৃষ্টির জন্য তা পূরণ করতে পারেননি তিনি। এরপর চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন এই অভিনেতা।

img 20221125 185110

আরবাজ খান (Arbaaz Khan)- প্রথম থেকেই চলচ্চিত্র দুনিয়ায় পা রাখতে চেয়েছিলেন এই অভিনেতা। সেই কারণে গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুল থেকে স্কুল থেকে পড়াশুনা শেষ করেই, বিনোদন দুনিয়ায় নাম লেখান তিনি।

img 20221125 185125

সেলিম খান (Salim Khan)- ‘শোলে’ এবং ‘আনন্দ’র মতো বিখ্যাত চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন এই তারকা। ইন্দোরের সেন্ট রাফেল স্কুল থেকে ইন্টারমিডিয়েট করার পর ইন্দোরের হোলকার কলেজ থেকে বিএ এবং এমএ করেন এই তারকা।

img 20221125 185150

আলভিরা খান (Alvira Khan)- ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক হওয়ার পর বিখ্যাত অভিনেতা অতুল অগ্নিহোত্রীকে বিয়ে করেন সলমন খানের এই বোন।

img 20221125 185137

অর্পিতা খান (Arpita Khan)- লন্ডন কলেজ অফ ফ্যাশন থেকে ফ্যাশন মার্কেটিং এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনা করছেন খান পরিবারের ছোট মেয়ে অর্পিতা।