দেশের আরও ৫০ টি শহরে চালু হল Jio True 5G পরিষেবা, তালিকায় নাম রয়েছে বাংলার দুই শহরেরও

তালিকায় জুড়ল বাংলার আরও দুটি শহরের নাম। মঙ্গলবার একলাফে পশ্চিমবঙ্গের আরও দুটি শহরে একই সঙ্গে দেশের মোট ৫০ টি শহরে চালু করা হল Jio True 5G পরিষেবা। যার ফলে বর্তমান সময়ে দেশের মোট ১৮৪ টি শহরে Jio True 5G পরিষেবা পাওয়া যাচ্ছে। নতুন সংযোজনে বাংলার এই শহর দুটি হল আসানসোল এবং দুর্গাপুর। অর্থাৎ, এবার থেকে আসানসোল এবং দুর্গাপুরবাসীরা ব্যবহার করতে পারবে Jio True 5G পরিষেবা।

img 20230128 231905

একবার দেখে নিন সেই তালিকা-

-Asansol, west bengal

– Durgapur, west bengal

– Chittoor, Andhra Pradesh

– Kadapa, Andhra Pradesh

– Narasaraopet, Andhra Pradesh

– Ongole, Andhra Pradesh

– Rajamahendravaram, Andhra Pradesh

– Srikakulam, Andhra Pradesh

– Vizianagaram, Andhra Pradesh

– Nagaon, Assam

– Bilaspur, Chhattisgarh

– Korba, Chhattisgarh

– Rajnandgaon, Chhattisgarh

– Panaji, Goa

– Ambala, Haryana

– Bahadurgarh, Haryana

– Hisar, Haryana

– Karnal, Haryana

– Panipat, Haryana

– Rohtak, Haryana

– Sirsa, Haryana

– Sonipat, Haryana

– Dhanbad, Jharkhand

– Bagalkote, Karnataka

– Chikkamagaluru, Karnataka

– Hassan, Karnataka

– Mandya, Karnataka

– Tumakuru, Karnataka

– Alappuzha, Kerala

– Kolhapur, Maharashtra

– Nanded-Waghala, Maharashtra

– Sangli, Maharashtra

– Balasore, Odisha

– Baripada, Odisha

– Bhadrak, Odisha

– Jharsuguda, Odisha

– Puri, Odisha

– Sambalpur, Odisha

– Puducherry, Puducherry

– Amritsar, Punjab

– Bikaner, Rajasthan

– Kota, Rajasthan

– Dharmapuri, Tamil Nadu

– Erode, Tamil Nadu

– Thoothukudi, Tamil Nadu

– Nalgonda, Telangana

– Jhansi, Uttar Pradesh

– Aligarh, Uttar Pradesh

– Moradabad, Uttar Pradesh

– Saharanpur, Uttar Pradeshimg 20230128 231852

এই বিষয়ে JIO-র মুখপাত্র জানিয়েছেন, ‘কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১৭ টি রাজ্য মিলিয়ে মোত ৫০ টি শহরে বর্তমানে আমরা Jio True 5G পরিষেবা শুরু করতে পেরে বেশ গর্বিত। যার ফলে এই সময়ে মোট ১৮৪ টি শহরে Jio True 5G পরিষেবা ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। আমাদের লক্ষ্য, আগামী ২০২৩ সালের মধ্যে প্রতিটি JIO গ্রাহককে Jio True 5G পরিষেবা দেওয়া’।

জানিয়ে রাখি, এই নতুন ৫০ টি শহরের JIO গ্রাহকরা তাঁদের ফোনে আগত ‘Jio Welcome Offer’র সাহায্যে অতিরিক্ত কোন অর্থ ছাড়াই 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন।