iphone Max14 pro কিছুই না, এই স্মার্টফোনটি ব্যাবহার করেন “বিল গেটস”,দাম জেনে কপালে উঠবে চোখ

স্মার্টফোনটি ব্যাবহার করেন “বিল গেটস”

বিশ্বের অন্যতম ধনী ব্যাবসায়ী হলেন বিল গেটস (Bill Gates)। যিনি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। তাঁকে চেনেন না এমন মানুষ কম আছেন। তিনি ১০ লক্ষ কোটি টাকার মালিক। তাঁর সংস্থা মাইক্রোসফটের (Microsoft) অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন বাজারে এসেছে। যা অ্যাপেলের সঙ্গে টক্কর দেয়। এদিকে বিল গেটস যে স্মার্টফোনটি (Smartphone) ব্যাবহার করেন, তার দাম শুনলে আপনি অবাক হবেন। কি ফোন ব্যবহার করেন তিনি? চলুন প্রতিবেদন থেকে জেনে নিন।

iPhone

বর্তমানে যুগে স্মার্টফোন সবার হাতে হাতে রয়েছে। স্মার্টফোন ব্যাবহার করেন না এমন মানুষ সংখ্যায় খুব কম। ফোনের ধরণ অনুযায়ী স্মার্টফোনগুলির দামও বিভিন্ন হয়ে থাকে। এই স্মার্টফোনের ব্যাবহার বিশ্বজুড়ে। এমনই স্মার্টফোন খুবই পছন্দ করেন বিখ্যাত ব্যাবসায়ী বিল গেটস। বর্তমানে তাঁর কাছে রয়েছে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ (Gates currently uses Samsung Galaxy Z Fold 4)।

প্রসঙ্গত, গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনটি সামসুং (Samsung) গত বছরেই বাজারে এনেছিল। তবে এই ফোনটি কেনার জন্য বিল গেটসকে কোন অর্থ খরচ করতে হয়নি। সামসুং কোম্পানি বিল গেটসকে এই ফোনটি উপহার হিসেবে দিয়েছেন। বাজারে যে ফোনের দাম এক লক্ষ কুড়ি হাজার টাকার বেশি। ফোনটিতে রয়েছে অসাধারণ সব বৈশিষ্ট। যা আপনার নজর কেড়ে নেবে। এই ফোনটির দাম iphone 14 pro max এর থেকে বেশি।

Galaxy

স্বয়ং বিল গেটস এই তথ্য সাংবাদ মাধ্যমকে দিয়েছেন। তিনি একটি রেডিও চ্যাটে মানুষের করা প্রশ্নের উত্তরে বলেন, এর আগে তিনি গ্যালাক্সি জেড ফোল্ড ৩ (Galaxy Z Fold 3) স্মার্টফোনটি ব্যাবহার করতেন। তবে এখন তিনি গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ব্যাবহার করেন। তিনি আরো বলেন যে, “আমার কাছে বর্তমানে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ আছে, যেটি Samsung-এর ডিরেক্টর জেওয়াই লি দিয়েছেন। আমি ফোনে আউটলুক এবং মাইক্রোসফট সফটওয়্যার ব্যবহার করি। পাশাপাশি, আমি ফোনটিকে সেল ফোন হিসেবে ব্যবহার করি। আমার একটি ল্যাপটপ PC আছে। যেটি হল একটি উইন্ডোজ কম্পিউটার।”