বেশি লাগেজ নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা লাগালো Indian Railways, এত কিলোর বেশি জিনিস সাথে নিলেই দিতে হবে জরিমানা

লাগেজ নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা লাগালো Indian Railways

ভারতীয় রেলওয়েকে (Indian Railway) ভারতের পরিবহনের মেরুদন্ড বলা হয়। কেননা প্রতি দিন লক্ষাধিক মানুষ ট্রেনে ভ্রমণ করেন। বিশেষ করে উৎসবের দিনে ট্রেনগুলিতে প্রচুর ভিড় হয়। এই ভিড় কমাতে এবং রেলকে সুষ্ঠ ভাবে পরিচালনা করতে রেলওয়েকে নানা পদক্ষেপ নিতে দেখা যায়। সম্প্রতি এমনই এক পদক্ষেপ নিল ভারতীয় রেল। রেলওয়ে এক নতুন নোটিস (New Notice) জারি করেছে, যেখানে বলা হচ্ছে এবার থেকে যাত্রীরা নির্দিষ্ট সীমার মধ্যেই মালপত্র বহন করতে পারবেন। অর্থাৎ ট্রেনে মাল বহনের ক্ষেত্রে সীমা বেঁধে দিল ভারতীয় রেল। আজকের প্রতিবেদনে এ নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো।

Train

রেলওয়েকে ভিড় নিয়ন্ত্রণের জন্য এর আগে নানা পদক্ষেপ নিতে দেখা গেছে। এর জন্য দিল্লি (Delhi), গাজিয়াবাদ ( Gaziabad), চেন্নাই ইত্যাদি সহ অনেক বড় স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে। এর কারণ যাতে মানুষ অপ্রয়োজনীয় ভাবে প্ল্যাটফর্মে না যায়। এতে ভিড় অনেকটা করা নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি রেলওয়ে আরেকটি বিশেষ নিয়ম জারি করেছে। এখন থেকে আপনি খুব বেশি মালপত্র বহন করতে পারবেন না ট্রেনে। মালপত্র বহনের জন্য একটি সীমা বেঁধে দেয়া হয়েছে রেলের পক্ষ থেকে। সীমার মধ্যেই মালপত্র রাখতে হবে।

রেলের বেঁধে দেওয়া সীমার চেয়ে যদি কোন যাত্রী বেশি লাগে বহন করে তবে তাকে জরিমানা দিতে হবে। জরিমানা দেওয়ার ক্ষেত্রেও একটি সীমা বেঁধে দিয়েছে রেল কর্তৃপক্ষ। দূরত্বের ভিত্তিতে এই জরিমানা নির্ধারণ করা হবে। ৫০০ কিলোমিটার পর্যন্ত যার তার ক্ষেত্রে ৬০০ টাকার বেশি জরিমানা দিতে হবে যাত্রীকে। অন্যদিকে বেশি লাগেজ থাকলে, সেটি লাগেজের বগিতে জমা করতে হবে। এই জন্য আলাদা ভাবে টাকা দিতে হবে। যদি তা না করেন তবে এবার জরিমানা দিতে হবে আপনাকে।

Luggage

আগে বেশ কিছু মাল ট্রেনে বহন করা নিষিদ্ধ ছিল। জনসাধারণের জন্য একটি তথ্য প্রকাশের সময় রেলওয়ে এটি জানিয়েছে। রেলে মালপত্র বা নিয়ে গেলে তা স্ক্যানারের মাধ্যমে চেক করে হয়। যদি তাতে পটকা বা অন্য কোনো দাহ্য পদার্থ থাকে, তবে সেই ব্যাগ বাজেয়াপ্ত করা হবে। অন্যদিকে ট্রেনে ট্র্যাফিক চলাকালীন যদি এটি ধরা পড়ে তবে যাত্রীকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া ওই যাত্রীর ৬ মাসের জেলও হতে পারে। শুধু এটাই নয়, রেলওয়ে জানিয়েছে, ট্রেনে গ্যাস সিলিন্ডার বা কোনো দাহ্য পদার্থ বহন করা কঠোরভাবে নিষিদ্ধ।

train