বিশ্বের সবচেয়ে পুরাতন দেশের তালিকায় ভারত, প্রথম স্থানে রয়েছে এই দেশের নাম

বিশ্বের সবচেয়ে পুরাতন দেশের তালিকায় ভারত (India)

ভারত (India) এমন একটা দেশ যার প্রাচীনতার উপর ভারতীয়রা গর্ব বোধ করে থাকে। যুগ যুগ ধরে পৃথিবীর বুকে তৈরি হয়েছে নানা সভ্যতা। কালক্রমে তা হারিয়েও গেছে পৃথিবী বুক থেকে। তবে থেকে গেছে কিছু উপাদান। বহু প্রাচীন এই পৃথিবীর বহু দেশেই এমন প্রাচীন সভ্যতা তৈরি হয়েছে, ভারতও রয়েছে সেই তালিকায়। ভারত (India) প্রাচীনতম দেশ গুলির একটি। ভারত ছাড়াও আরো অনেক দেশেই বহু কাল আগে থেকেই সভ্যতা তৈরি হয়েছিল।

India

সম্প্রতি প্রাচীনতার ভিত্তিতে একটি তালিকা প্রকাশ পেয়েছে। যার ভিত্তিতে ভারতের (India) স্থান রয়েছে ১ থেকে ১০ এর মধ্যে। আসলে প্রতি বছরের মতো এই বছরও ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ (WPR) কর্তৃক একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বিশ্বের প্রাচীনতম দেশগুলির নাম দেওয়া হয়েছে। ভারতও রয়েছে এই মধ্যে। তবে জানেন কি বিশ্বের প্রাচীনতম দেশ কোনটি (Oldest Country In The World) কিংবা এই তালিকার কত নম্বরে রয়েছে ভারত। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ (World Population Review) সম্প্রতি যে তালিকা প্রকাশ করেছে সেখানে বিশ্বের সবচেয়ে প্রাচীন দেশ হিসেবে ইরানকে উল্লেখ করা হয়েছে। আর এই তালিকার ৭ নম্বরে রয়েছে ভারত (India)। প্রাথমিক ভাবে ইরানে সরকার গঠন হয়েছিল ৩২০০ খ্রিস্টপূর্বাব্দে। অন্যদিকে ভারতে প্রথমিল ভাবে সরকার গঠিত হয়েছিল ২০০০ খ্রিস্টপূর্বাব্দে। এই তালিকায় আরো অনেক দেশের নাম রয়েছে। যেগুলি বিভিন্ন প্যারামিটার অনুযায়ী তালিকা বদ্ধ করা হয়েছে।

Tajmahal

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দুটি বিষয়ের উপর ভিত্তি করে তালিকা তৈরি করে থাকে। যার মধ্যে প্রাথমিক সরকার গঠনের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম দেশের তকমা পেয়েছে ইরান (Iran)। এই তালিকায় রয়েছে মিশর, আমেরিকা, ভারত সহ আরো অনেক দেশ। অন্যদিকে স্ব-সার্বভৌমত্বের ভিত্তিতে বিশ্বের প্রাচীনতম দেশ হিসেবে জাপানের (Japan) নাম রয়েছে। এই তালিকায় রয়েছে চীন ও ফ্রান্সের নামও।