ভারতে তৈরি হচ্ছে ১০টি এক্সপ্রেসওয়ে, এবার ঘণ্টার যাত্রা শেষ হবে মিনিটেই, জানুন কোনটি তৈরি হচ্ছে আপনার শহরে

বিকাশকে গতি দিতে হলে রাস্তার গতি বৃদ্ধি করতে হবে। আর তাই এর উপরই কাজ করছে ভারতের প্রধানমন্ত্রী মোদী সরকার। তিনি দেশে এক্সপ্রেসওয়ের জাল বিছানো শুরু করে দিয়েছেন। দুর্দান্ত রাস্তা ও দুর্দান্ত সুরক্ষার সাথে এবার গাড়ি গুলি দ্বিগুণ স্পিডে গতি ধরছে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে হল একটি হলমার্ক মাত্র। বর্তমানে দেশে এমন ১০টি এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে, যা কয়েক মিনিটের মধ্যে কয়েক ঘণ্টার দূরত্ব অতিক্রম করবে। এতে আপনার শহরও অন্তর্ভুক্ত থাকতে পারে। তাই এই আর্টিকেলের মাধ্যমে জেনেনিন কোন কোন ১০টি শহরে এই এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে (prepare expressway in 10, cities)। আসুন জেনেনি…
১) Delhi-Mumbai Expressway: দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে। এর মোট দৈর্ঘ্য ১৩৮৬ কিমি। আর দিল্লি-মুম্বাইয়ের মধ্যে রাস্তার দৈর্ঘ্য হলো ১৪২৪ কিলোমিটার থেকে কমিয়ে ১২৪২ কিলোমিটার করা হবে। ভ্রমণের সময়ও ৫০ শতাংশ কম হবে। আগে যেখানে যাত্রা সম্পূর্ণ করতে ২৪ ঘণ্টা সময় লাগত এখন সময় লাগবে ১২ ঘণ্টা।
২) Dwarka Expressway: এটি দেশের প্রথম এলিভেটেড আরবান এক্সপ্রেসওয়ে এবং এটি ৯০০০ কোটি টাকা ব্যয়ে করে নির্মিত করা হচ্ছে। এই এক্সপ্রেসওয়ে প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ। এই এক্সপ্রেসওয়ে দিল্লি ও হরিয়ানাকে সংযুক্ত করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
৩) Ganga Expressway: উত্তরপ্রদেশের ১২টি জেলার মধ্য দিয়ে যাওয়া এই এক্সপ্রেসওয়েটি একটি গ্রিনফিল্ড প্রজেক্ট। এই প্রজেক্টের মোট দৈর্ঘ্য হলো ৫৯৪ কিলোমিটার। গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রয়াগরাজ জেলার জুদাপুর ডান্ডু থেকে মিরাট জেলার বিজৌলি পর্যন্ত কোনো বাধাহীন বিকল্প হবে।আর মিরাট থেকে প্রয়াগরাজ যেতে যাত্রার সময় ১১ ঘন্টা থেকে কমে ৮ ঘণ্টা হবে।
৪) Mumbai Nagpur Expressway: বালাসাহেব ঠাকরে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে মুম্বাই থেকে মহারাষ্ট্রের নাগপুর যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। ৭০১ কিমি দীর্ঘ এই প্রকল্পে বন্য প্রাণীদের যাতায়াতের জন্য ১৭টি আন্ডারপাস দেওয়া হয়েছে। নাগপুর-মুম্বাই এক্সপ্রেসওয়ে মহারাষ্ট্রের বড় শহরগুলিকে সংযুক্ত করতে সাহায্য করবে।
৫) Delhi-Amritsar-Katra Expressway: দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ের সাহায্যে দেশের রাজধানী থেকে কাটরা পর্যন্ত যাত্রা মাত্র ৬ ঘন্টায় সম্পন্ন হবে। এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৬৭০ কিলোমিটার হবে। গত বছরের অক্টোবরের মধ্যে এক্সপ্রেসওয়ের ৪০৮ কিলোমিটার দৈর্ঘ্যের কাজ শুরু হয়েছিল এবং এটি ২০২৪-২০২৫ আর্থিক বছরের মধ্যে তৈরি হয়েবজাবে বলে আশা করা হচ্ছে।
৬) Ahmedabad-Dholera Expressway: এই এক্সপ্রেসওয়ে আহমেদাবাদ এবং ধলেরাকে সংযুক্ত করতে এবং ধলেরার অনেক বিশেষ বিনিয়োগ এলাকাকে আহমেদাবাদের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। এটি দেশের একটি অনন্য এক্সপ্রেসওয়ে। এর প্রস্থ ১২০ মিটার। এর মধ্যে ৯০ মিটারের উপর একটি এক্সপ্রেসওয়ে এবং 30 মিটার চওড়া স্ট্রিপে একটি আঞ্চলিক দ্রুত ট্রানজিট সিস্টেম তৈরি করা হবে।
৭) Bangalore–Chennai Expressway: চেন্নাই বেঙ্গালুরু এক্সপ্রেসওয়ে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা চেন্নাই থেকে বেঙ্গালুরুকে সংযুক্ত করবে। এটি দক্ষিণ ভারতের তিনটি রাজ্যের মধ্য দিয়ে যেতে চলেছে। এই এক্সপ্রেসওয়ে দ্বারা চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মধ্যে দূরত্ব কাটাতে সময় লাগবে মাত্র ৬ থেকে ৭ ঘন্টা।
৮) Amritsar-Jamnagar Expressway: অমৃতসর-জামনগর এক্সপ্রেসওয়ে হবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাটের সাথে সংযোগকারী একটি প্রধান পথ। এই এক্সপ্রেসওয়ের কারণে অমৃতসর-জামনগরের মধ্যে ভ্রমণের সময় অর্ধেক হয়ে যাবে। এক্সপ্রেসওয়ের ফলে রাস্তার দূরত্ব প্রায় ১২২৪ কিলোমিটার কমে যাবে এবং সময় লাগবে মাত্র ১৩ ঘন্টা।
৯) Varanasi Kolkata Expressway: পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে। বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ হওয়ার পরে দুই শহরের মধ্যে দূরত্ব ৭ ঘন্টার মধ্যে কভার করা যাবে। বর্তমানে এই দূরত্ব অতিক্রম করতে ১৪ ঘন্টা সময় লাগে। ৬১০ কিলোমিটারের ৮ লেনের এক্সপ্রেসওয়ের বেশিরভাগ অংশই (২৪২ কিমি) পশ্চিমবঙ্গে নির্মিত হবে।
১০) Raipur–Visakhapatnam Expressway: ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সঙ্গে সড়কপথে সংযোগকারী ভারত মালা এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়েছে। প্রায় ৪৬৫ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে। এই সড়কের মাঝখানে কেশকাল ঘাটে প্রায় ৩০ লাখ বছরের পুরনো একটি পাহাড় রয়েছে তা কেটে সুড়ঙ্গ তৈরি করা হবে।