Padma Setu: স্যাটেলাইট ইমেজ-এ কেমন দেখাচ্ছে বাংলাদেশের স্বপ্নের সেতু, দেখুন ছবি

সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) পদ্মা নদী বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। পদ্মা নদীর হটাৎ আলোচনার বিষয় হয়ে ওঠার কারণ হলো গত শনিবার অর্থাৎ ২৫ শে জুন ২০২২ (শনিবার)-এ এই নদীর উপরে তৈরি হওয়া ব্রিজ বা সেতুকে উদ্বোধন করা হয়েছে এবং রবিবার থেকেই টোল ট্যাক্স দিয়ে সেতু দিয়ে যাতায়াত করা শুরু হয়ে গেছে। এই সেতুটিকে উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। Zoom Earth Live পদ্মা নদীর উপর দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে এই সেতুর ছবি তুলেছে এবং সেই ছবি প্রকাশিতও হয়েছে। ছবিতে পদ্মা সেতুকে (Padma bridge) একটি লম্বা দাগের মতো দেখতে লাগছে। পদ্মা সেতুটি (Padma bridge)এখন বাংলাদেশের (Bangladesh) সবচেয়ে লম্বা ও বড় সেতুতে পরিণত হয়েছে। এই সেতু নির্মাণের বরাত দেওয়া হয়েছিল চিনের একটি ইঞ্জিনিয়ারিং সংস্থাকে।

Padma bridge

পদ্মা সেতু মুন্সীগঞ্জের মাওয়া থেকে যুক্ত করেছে শরীয়তপুরের জাজিরা প্রান্তকে। এই পদ্মা সেতুর নির্মাণ করা হয়েছে কংক্রিট ও টিনকে মিশ্রিত করে। জানিয়ে দি যে পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার ও দুপাশে সংযোগকারী রাস্তা রয়েছে ১৪ কিলোমটার। আর পদ্মা সেতুর প্রস্থ হলো ৭২ ফুট। সেতুতে চার লেনের সড়ক রয়েছে ও মাঝখানে রোড ডিভাইডারও রয়েছে। আর সেতুতে ভায়াডাক্ট পিলার রয়েছে ৮১টি। পদ্মা নদীতে যাতে বড় লঞ্চ চলাচলের সময় সমস্যা সৃষ্টি না হয় তার জন্য জল থেকে ৬০ ফুট উঁচুতে তৈরি করা হয়েছে এই সেতুটি। এছাড়া সেতুতে মোট পিলার সংখ্যা হলো ৪২টি এবং পাইলিং রয়েছে ২৮৬টি।

Padma bridge satellite view

 

জানিয়ে দি Padma Multipurpose Bridge Project-এর কাজটি করা হয়েছে Bangladesh Bridge Authority-র তত্ত্বাবধানে। গত শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক কিছু মন্তব্য করেন ব্রিজ নিয়ে। তিনি বলেন যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা পাবে। আর সেতু নিয়ে তিনি বলেন যে এই সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহার কংক্রিটের একটি অবকাঠামো নয় বরং এই সেতু বাংলাদেশের মানুষের অহঙ্কার,গর্ব, সক্ষমতা ও মর্যাদার প্রতীক। এই সেতু বাংলাদেশের জনগণের এবং ইউ সেতুর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ও দেশের মানুষদের আবেগ, সৃজনশীলতা, সাহসিকতা, সহনশীলতা ও জেদ। এছাড়া এই সেতু তৈরিতে যারা বাধা দিয়েছিল তাদেরকে নিয়েও সমালোচনা করেছিলেন পিএম হাসিনা।

Padma bridge toll tax rate

এরপর অনুষ্ঠানের শেষে পদ্মা সেতুর টোল প্লাজায় গেছিলেন পিএম হাসিনা এবং সেখানে তিনি নিজ হাতে টোলও প্রদান করেছিলেন। আর তারপর তিনি কনভয় নিয়ে সেতুর ওপর দিয়ে যাত্রাও করেছিলেন। যাত্রা করার সময় পিএম-এর সাথে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতা ও আধিকারিকরা।

Padma bridge satellite view

টোল দিয়ে সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেছিলেন শেখ হাসিনা। পরের দিন ভোরবেলা দিয়ে গাড়ি যাতায়াত করা শুরু করেছিল। এই সেতু হেঁটে পার করা নিষিদ্ধ রয়েছে। কোন গাড়ির কত টাকা টোল ট্যাক্স দিতে হবে তাও জানিয়েছে বাংলাদেশের সরকার। আর খুব কম সময়ের মধ্যে টোল আদায় করা হবে ডিজিটাল পদ্ধতিতে।

Padma bridge