বয়সের গণ্ডি পেরিয়েছে ৪০, আবারো মা হতে চলেছেন অপরাজিতা আঢ্য! সুখবর জানালেন নিজেই

বাংলা টলিউড ইন্ডাস্ট্রির (Bangla tollywood industry) একজন নাম করা অভিনেত্রী হচ্ছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)কে তো সকলেই চেনেন। অসম্ভব প্রতিভাময়ী শিল্পী তিনি। মুখের এক্সপ্রেশন থেকে শুরু করে, অভিনয় সবকিছুই যেন বড্ডো মাপা। ১৯৯৯ সালে সিরিয়ালের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অপরাজিতা আঢ্য। তার জীবনের প্রথম সিরিয়াল ছিল ‘এক আকাশের নিচে’। এরপর নিজের কেরিয়ারে অনেক সিনেমা , চলচিত্র ও বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির (Bangla tollywood industry) সবচেয়ে হাইপেড ও জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত হয়েছেন তিনি। বর্তমানে থাকে চলচিত্র ও ওয়েব সিরিজেই বেশি দেখা যায় অবশ্য।
তবে বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকীমা সুপারস্টার’র (Lokkhi Kakima Superstar) এর হাত ধরে বহু সময় পর আবার ছোট পর্দায় ফিরে এসেছেন অপরাজিতা। ইনি প্রায় নিজের কাজ নিয়ে আলোচনার বিষয় হয়ে থাকেন ও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিমানে এক্টিভ ইনি। বর্তমানে তার সিরিয়াল লক্ষ্মী কাকীমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)-এর কারণে আবার আলোচনার বিষয় হয়ে উঠেছেন তিনি।
আসলে সিরিয়ালে দেখতে চলেছে যে লক্ষী কাকিমা অর্থাৎ অপরাজিতা হতে চলেছেন মা। এই খবর সামনে আসার পর বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছেন অপরাজিতা ও সিরিয়ালটি। সিরিয়ালে সম্প্রতি দেখছে লক্ষী কাকিমা অর্থাৎ অপরাজিতার শরীর অনেক খারাপ আর কয়েকদিন ধরে তার মাথা ঘুরছে, সাথে বমি হচ্ছে। ডাক্তার তাকে দেখতে এলে তিনি জানান যে খুব শীঘ্রই মা হতে চলেছেন লক্ষী কাকিমা। যদিও এই খবরে মাথায় হাত লক্ষ্মী কাকিমার। জানিয়ে দি জি বাংলার এই ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। ৪০ পেরিয়ে লক্ষ্মী কাকিমার ভরা সংসার এখন। দুই ছেলে, ছেলের বউ, দেওর, জা, শাশুড়ি, ভাইপো-ভাইঝি স্বামীকে নিয়ে সুখের সংসার তার। আর এবার এই সংসারে এল আরেক নতুন আনন্দ সংবাদ।
যারা ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’র নিয়মিত দর্শক তারা তো জানেনই যে, এই ধারাবাহিকের গল্প বাকিদের তুলনায় একটু হলেও ভিন্ন। আর সেই কারণেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অপরাজিতা আঢ্য এবং দেবশঙ্কর হালদারের এই জুটি। এক সাধারণ গৃহবধুর সাংসারিক লড়াই, তার সাথে মুদি দোকান চালিয়ে রোজগার করা, সবকিছুই একটা উদাহরণ তৈরি করেছে।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে তা দেখে ভালোই মজা পেয়েছে দর্শকরা। যদিও অনেকের আবার এই ধারাবাহিককে স্টার জলসার ‘কে আপন কে পর’-র সাথেও তুলনা করেছেন। সেই ধারাবাহিকেও বেশি বয়সে অন্তঃসত্ত্বা হয়েছিল জবা। সেই সময় সবাই তার বিরুদ্ধে চলে গেলেও সাথে ছিল তার বৌমা। এখানে কি লক্ষ্মী কাকিমার বৌমা হংসিনী শাশুড়ি মায়ের পাশে থাকবে? এই উত্তর তো মিলবে ধারাবাহিক দেখার পরই।