Fixed Deposit এর নিয়মে বড়সড় বদল এবার থেকে সময়ের আগে টাকা ভাঙলে দিতে হবে জরিমানা, জানুন বিস্তারিত

RBI (Reserve Bank of India)এর পক্ষ থেকে রেপো রেট বৃদ্ধি পেতে শুরু হয়েছিল ২০২২ সালের মে মাস থেকে। আরবী ঘটনার পর থেকে ভারতীয় ব্যাংকগুলো তাদের আমানতি সুদের হারে বৃদ্ধি ঘটিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে সাবধানী বিনিয়োগকারীদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। আর মেয়াদী আমানতে সিনিয়ার সিটিজেনদের সুদের হার রয়েছে তুলনামূকভাবে অনেকটাই বেশি। তাই আমরা আমাদের বাড়ীর বয়স্কদের অ্যাকাউন্টের মাধ্যমেও FD (Fixesd deposit) করে রাখতে পারি। তবে তার আগে FD এর বিষয় কিছু জিনিস জেনে রাখা ভালো। যেমন সময়ের আগে অর্থাৎ ম্যাচিওরিটি পিরিয়ডের আগে FD ভাঙানোর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। আর তাই FD করানোর আগে এই কথা গুলিকে মাথায় রাখা উচিত।
বিভিন্ন ব্যাংকের FD তেই সময়ের আগে আপনি টাকা তুলেনিতে তো আপনি পারবেন কিন্তু সময়ের আগে তুললে আপনাকে পেনাল্টি চার্জ দিতে হবে ব্যাংকে। সাধারণত ০.৫% থেকে ৩% পর্যন্ত এই চার্জ দিতে হয়। তবে এই পেনাল্টি রেট অন্যান্য ব্যাংকের থেকে আলাদাও হতে পারে। তবে আসুন কয়েকটি ব্যাংকের বিষয় জেনেনি যে কোন কোন ব্যাংকে সময়ের আগে FD এর টাকা তুলে নিয়ে কত টাকা পেনাল্টি দিতে হয়।
১) SBI: এই ব্যাংকে ৫ লক্ষ টাকা পর্যন্ত FD তে সময়ের আগে টাকা তুললে ০.৫০% জরিমানা দিতে হয়। কিন্তু ৫ লক্ষ টাকার বেশি হলে সেক্ষেত্রে ১% জরিমানা ধার্য করা হয়।
২) HDFC: এই ব্যাঙ্কে আবার সময়ের আগে FD অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে ১% জরিমানা চার্জ করা হয়।
৩) PNB: এই ক্ষেত্রে সময়ের আগে FD এর টাকা তুলে নিলে ১% জরিমানা দিতে হয়। কিন্তু সুগম টার্ম ডিপোজিট স্কিমের ক্ষেত্রে কোনো জরিমানা দিতে হয়না।