এই সহজ পদ্ধতি অবলম্বন করলেই এখন বাড়িতে বসেই পেয়ে যাবেন Jio 5G সিম

সহজ পদ্ধতিতে জিও 5G sim পেয়ে যান

দেশে 5G পরিষেবা (5G Service) গ্রাহকদের দেওয়ার জন্য টেলিকম সংস্থাগুলি ব্যবস্থা শুরু করে দিয়েছে। নিলাম প্রক্রিয়াও সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেই নিলামে সবচেয়ে বেশি স্পেকট্রাম কিনেছেন রিলায়েন্স জিও’র কর্নধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাই জিও কোম্পানি (Jio Company) দ্রুত 5G পরিষেবা চালু করার কথা ভাবছে। চলুন আজকের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জেনে নিন।

5G Network

রিলায়েন্স জিও সংস্থা (Reliance Jio Sector) ইতিমধ্যে জানিয়েও দিয়েছে, দীপাবলির মধ্যেই 5G পরিষেবা দেওয়া শুরু করবে। যারা জিও ‘ র গ্রাহক তারা কম বেশি এটা বুঝতে পারছেন না, যে কিভাবে জিও 5G সিমটি পেতে পারেন ? তবে আপনাদের জানিয়ে রাখি, আপনারা অনলাইনেও জিও ‘ র 5G সিম পেয়ে যাবেন।

আপনি অনলাইনে (Online) জিও 5G সিম বুকিং করতে পারবেন। এরজন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমে আপনি রিলায়েন্স জিও’ র (Reliance Jio) অফিসিয়াল ওয়েবসাইট থেকে ‘ Get Jio Sim ‘ অপশনে যান। এরপর আপনাকে নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর যে ফর্মটি আসবে, সেটিতে সঠিক ইনফরমেশন দিয়ে ফিলআপ করুন।

Mukesh Ambani

আপনার মোবাইল নম্বরে যে ওটিপি (OTP) যাবে, সেটি আপনাকে দিতে হবে। এরপর আপনি প্রিপেইড না পোস্টপেইড (Prepaid or Postpaid) সিম চান সেটা বেছে নিয়ে নিজের বাড়ির ঠিকানা দিয়ে দিন। আপনার সিম আপনার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে। কিন্তু আপনার বাড়ির ঠিকানা এবং আধারের ঠিকানা যাতে এক থাকতে হবে।

5G