শুধুমাত্র এই কারণে কামাল হাসানের ফিল্ম বিক্রম এর জন্য এক টাকাও চার্জ নেন নি সূর্য

দক্ষিণ সুপারস্টার কমল হাসান অভিনীত ‘ বিক্রম 3’ (Bikram 3) ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি ইতিমধ্যে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। আপনাদের জানিয়ে রাখি, ছবির প্রথম দিনেই আয় হয়েছে ৫৮ কোটি টাকা। ছবিটি মুক্তি পেয়েছে চলতি মাসের ৩ তারিখ। ছবিটি তামিলের পাশাপাশি হিন্দি, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় দেখতে পাচ্ছেন দর্শকরা।
ছবিটি থেকে ১০০ কোটি টাকা আয় করা যাবে এমনই আশা করছেন ছবির নির্মাতারা। এই ছবিটা কমল হাসান ছাড়াও বিজয় সেতুপতি এবং ফাহাদ ফাসিল রয়েছেন। একসঙ্গে তিন জনকে বড় পর্দায় দেখে দর্শকরা খুবই আনন্দ পেয়েছে। এই ছবিতে সুরিয়াও আছে। তবে তাঁর ভূমিকা খুব বেশি নেই। ছবিতে তাঁর পাঁচ মিনিটের একটি ক্যামিও রয়েছে। তবে এই অভিনেতা ৫ মিনিটের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন। আসুন জেনে নিন।
জয় ভীম তারকা সুরিয়ার ক্যামিও দর্শকরা বেশ পছন্দ করেছেন। ৫ মিনিটের জন্য তার পর্দায় উপস্থিত হওয়া ভক্তদের কাছে বিস্ময়ের চেয়ে কম কিছু নয়। তিনজন বড় তারকা মধ্যে থাকাটা চলচ্চিত্রে কোন ক্যারিশমার থেকে কম নয়। এখন ভক্তরা তাঁকে নিয়েও কথা বলছে। যদিও তাঁর ভূমিকা মাত্র ৫ মিনিট ছিল। কিন্তু তিনি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। কত পারিশ্রমিক নিয়েছেন এর জন্য তিনি?
Dearest @ikamalhaasan Anna எப்படி சொல்றது…!?
This is a dream come true to be on screen with you..!
Thank you for making this happen! @Dir_Lokesh Overwhelmed to see all the love!! #Rolex #Vikram— Suriya Sivakumar (@Suriya_offl) June 4, 2022
খবর অনুযায়ী, এই ছবিতে ক্যামিওর জন্য সুরিয়া কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু তিনি কোন টাকায় নেননি। এই তিনি সম্পূর্ণ বিনামূল্যেই ছবিতে অভিনয় করেছে। তবে তাঁর অভিনয় ছিল ৫ মিনিট। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, বিক্রম 3 এর জন্য কোন টাকাই নেননি। এর কারণ সুরিয়া নিজেই টুইটারে জানিয়েছেন। টুইটারে পোস্ট করে লিখেছেন, কমল হাসানের সঙ্গে স্কিন শেয়ার করার সুযোগ তিনি ছাড়তে চাননি। এই মুহূর্তে স্বপ্নের মতো তার লাগছে। এজন্য তিনি ছবির পরিচালক লোকেশকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।