আটকাতে পারলো না হিন্ডেনবার্গও, ধনীর তালিকায় ব্যাপক লাফ গৌতম আমদানির

আটকাতে পারলো না হিন্ডেনবার্গও

হিন্ডেনবার্গ রিপোর্ট (Hindenburg Research Report) প্রকাশের পর আদানী গ্রুপের শেয়ারে অনেক ধস নেমে ছিল। বিশ্বের ধনী তালিকার অনেকটা নীচে নেমে গিয়েছিল গৌতম আদানি। তবে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব কাটিয়ে উঠে আবার গতিতে ফিরছে। ধীরে ধীরে ধনীর তালিকায় উপরে উঠছে গৌতম আদানি। আজ ফোর্বসের তালিকা (Forbes Billionaires List 2023) প্রকাশ পেয়েছে, যেখানে গৌতম আদানির (Goutam Adani) অনেকটাই উন্নতি চোখে পড়ছে। চলুন বিস্তারিত জেনে নিন।

Adani

প্রসঙ্গত, বছরের শুরুতেই আদানি গ্রুপের (Adani Group) উপর কালো ছায়া নেমে এসেছিল। হিন্ডেনবার্গের রিপোর্টের কারণে আদানি গ্রুপের শেয়ারে পতন ঘটেছিল। রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিলাস ক্ষতির সম্মুখীন হয়েছিল আদানি গ্রুপ। সেই প্রভাব পড়েছিল ধনীর তালিকাতেও। আদানি যেখানে বিশ্বের সর্বোচ্চ ধনীর ৩ নম্বরে ছিল সেখানে এই রিপোর্টের পর তালিকায় ৩০ নম্বরের বাইরে চলে গিয়েছিল।

তবে গত কয়েকদিন ধরে ধীরে ধীরে গতিতে ফিরছে আদানি গ্রুপ। ক্রমাগত শেয়ারও বেড়ে চলেছে। আকাশ থেকে যেন কালো মেঘ ধীরে ধীরে বিধায় নিচ্ছে। ফুটে উঠছে সূর্যের আলো। আর সেই আলোয় বৃদ্ধি পাচ্ছে আদানির শেয়ার মূল্যও। সেরা ধনীর তালিকায় ৩৪ থেকে উঠে এলো ২৪ নম্বরে। প্রায় ১০ ধাপ এগিয়ে আসলেন তিনি।

Group Adani

সম্প্রতি ফোর্বস বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যাক্তিদের তালিকা প্রকাশ করেছে। আর সেখানেই আদানির উন্নতি চোখে পড়েছে। ফোর্বসের দেওয়া একটি তথ্য থেকে জানা যাচ্ছে, বর্তমানে আদানি মোট ৪৭.৬ বিনিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক। তিনি প্রায় ৪.৮৮ শতাংশ সম্পত্তি বৃদ্ধি করেছেন এই কয়েক দিনে। যা অর্থ মূল্যে দাঁড়ায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার।

Share

Related Articles

Back to top button