রবীন্দ্র সঙ্গীত গাইলেন হিরো আলম, শুনে কানচাপা দিলো নেটিজনরা

বাংলাদেশের ভাইরাল গায়ক হিরো আলম একের পর এক গান গেয়ে প্রতিবারই সমালোচনার মুখে পড়েন তিনি। আবারো কটাক্ষের শিকার হলেন তিনি। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে বড় সর সমালোচনার মুখে পড়লেন তিনি। নেক্সট এন্টারটেইনমেন্ট নামে ইউটিউব চ্যানেল থেকে তাঁর ভিডিও শেয়ার করা হলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখোমুখি হন তিনি।

তাঁর বেসুরো গলার গান ইতিমধ্যে ভাইরাল। তবে নেটিজনদের কাছ থেকে ভালোরকম কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ আমারও পরাণও যাহা চায় ‘ গানটি গেয়েছেন। বেসুরো গলায় গানটি গেয়ে নেটিজনদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। বাংলাদেশের শিল্পীরাও তাকে কথা শোনাতে ছাড়েনি।

বাংলাদেশের শিল্পী মণি চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘ এটাকে থামানোর নেই কি কেউ? আমাদের সঙ্গীত মহল এতটাই কি অভিভাবকহীন ? গানটিকে ধর্ষণ করেছে পুরো। যে দেশে গুণী মানুষদের গানে সমৃদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল , লালন শাহ গানের দেশের বৈচিত্র্য বৃদ্ধি করে সেই দেশে একের পর তাঁদের গান গেয়ে হিরো আলম গানগুলিকে ধর্ষণ করছে। ‘

‘রবীন্দ্র সংগীতকেও ছাড়লো না। এত বড় সাহস কিভাবে হয় এর। এরম বিকৃতি সুরে গানটি গেয়ে অপমান করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। এখনো পর্যন্ত ঠিক ভাবে যে কথা বলতে গিয়ে আটকায়। ভুল ভাল উচ্চারণ করে, সে নাকি রবি ঠাকুরের গান গাইছে। ফাজলামি হচ্ছে নাকি। এটাকে শীঘ্রই মানসিক হাসপাতালে পাঠানো উচিত। ‘