গ্ল্যামারের দিক থেকে হার মানাবে যে কোন বলি অভিনেত্রীকে! রইল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীশান্তের স্ত্রীয়ের কিছু ছবি

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীশান্তকে (S. Sreesanth) বর্তমানে আইপিএল ২০২৩-এ ধারাভাষ্য করতে দেখা যাচ্ছে। তাঁর ক্যারিয়ার নিয়ে অনেক জটিলতা রয়েছে। ২০১৩ সালে ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের উপর ম্যাচ ফিক্সিংয়ের আরোপ উঠেছিল। যার ফলে তাঁর সমগ্র ক্যারিয়ার নষ্ট হয়ে যায়।
তবে সেই সময় অর্থাৎ শ্রীনাথের খারাপ সময়েও তাঁর পাশে ছিলেন বান্ধবী ভুবনেশ্বরী (Bhuvneshwari Kumari)। খারাপ সময়েও শ্রীশান্তকে ছেড়ে যাননি তিনি। সেই কারণে, আজকের দিনে তাঁদের দুজনকে জীবনসঙ্গী হিসাবে দেখা গিয়েছে। জানা গিয়েছে, যে মাসে শ্রীশান্তের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল, সেই মাসেই ছিল শ্রীশান্ত এবং ভুবনেশ্বরী কুমারীর বিয়ে। তবে সমস্ত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে তাঁদের চারহাত এক হয়।
জানিয়ে রাখি, রাজস্থানের রাজওয়াদা পরিবারের মেয়ে হলেন ভুবনেশ্বরী কুমার। আবার পেশায় একজন জুয়েলারি ডিজাইনারও তিনি। প্রেম করে বিয়ে করলেও, তাঁদের দুজনের মধ্যে কিন্তু বয়সের বেশ পার্থক্য রয়েছে। শ্রীশান্তের থেকে তাঁর স্ত্রী ভুবনেশ্বরী প্রায় ৯ বছরের ছোট। তবে তাঁদের প্রেমের গল্প একথায় হার মানাবে যে কোন চলচ্চিত্রের গল্পকেও।
ক্রিকেট কেরিয়ারের শুরুর দিকে জয়পুরে একটি ম্যাচ খেলতে গিয়ে একটি জুয়েলারি দোকানে ভুবনেশ্বরীর সঙ্গে প্রথম দেখা হয়েছিল শ্রীশান্তের। তখন ভুবনেশ্বরী স্কুলে পড়লেও, প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যায়। প্রায় ৬ বছর ধরে প্রেম করার পর তাঁরা বিয়ে করেন।
তবে তাঁদের দুজনের মধ্যেকার সম্পর্কের কথা কিছুটা পরে জেনেছিল দুই বাড়ির লোকজন। কারণ, শ্রীশান্ত ভুবনেশ্বরীকে বলেছিলেন ২০১১ সালে ভারতীয় দল বিশ্বকাপ জিতলে তিনি ভুবনেশ্বরীর বাড়িতে তাঁদের সম্পর্কের প্রস্তাব নিয়ে আসবেন। কিন্তু তাঁর আগেই ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টা প্রকাশ্যে আসে এবং তাঁদের জীবনে অন্ধকার ঘনিয়ে আসে। তবে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, কোনদিনই শ্রীশান্তের হাত ছাড়েননি ভুবনেশ্বরী। ২০১৩ সালের ১২ ই ডিসেম্বর তাঁদের চারহাত এক হয়ে যায়।
এই সময় তাঁরা দুজনে বেশ সুখেই সংসার করছেন। সেইসঙ্গে তাঁদের দুই ছেলে মেয়েকে নিয়ে মাঝে মধ্যেই বেশ সুন্দর সুন্দর ছবি শেয়ার করতে দেখা যায় নেটদুনিয়ায়।