মিঠাই ধারাবাহিকে পর্দায় দেখানো শত্রুতার পিছনে চলছে সোম আর মিঠায়ের প্রেম! ভাইরাল দৃশ্য

এখনকার সময় চলতি বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’। টিআরপি-এর দিক দিয়ে কিছু পাঁচ মাস ধরে প্রথম পর্যায় রয়েছে এই ধারাবাহিক। অন্যান্য সমস্ত ধারাবাহিক গুলি কিছু করেই মিঠাইয়ের সাথে লড়াই করে এগিয়ে যেতে পারছেনা। প্রত্যেক সপ্তাহ তেই প্রথম স্থান অর্জন করে নিজের জায়গা ধরে বসে আছে মিঠাই রাণী। ধারাবাহিক টির প্রধান চরিত্র মিঠাই, যার সরল মন আর ভালোবাসা এর দিক দর্শকদের মন জিতে নিয়েছে। মিঠাই-এর চরিত্রে এখন অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।

https://www.instagram.com/p/CMz-AmzJ0iB/?utm_source=ig_web_copy_link

এখন এই সময় মিঠাই ধারাবাহিক এ দেখানো হচ্ছে, এখন আসল দুটি অপরাধীদের কে খুঁজে বের করে ফেলেছে মিঠাই আর সিড নামক এক চরিত্র। সোম আর টেস নামক দুজনের নাম উঠে আসলেও সোম নামক ব্যাক্তি নিজের সব দোষ মেনে নেয়। কেন তার মিঠাই এর উপর নিজের রাগ পুষে রেখেছেন তাও বলে দিয়েছে সে। কিন্তু টেস কে সিড নামক ব্যাক্তি এর থেকে আড়াল করে রেখে দিয়েছে।

দাদাই এবং পরিবার এর বাকি সদস্য এর কথা ভেবে ভাসুর এর কাণ্ড কাজ কাউকে না জানানোর জন্য সিডের কাছে রিকুয়েস্ট করেছে মিঠাই। এর মধ্যেই মোদক পরিবার সিড আর মিঠাই এর আবার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে রেখেছে। অন্যদিকে সিদ্ধার্থ আগেই ডিভোর্স পেপার এ হস্তাক্ষর দিয়ে বসে আছে। আর সেটা জেনে গিয়েছে তার পুরো পরিবার। তাহলে এবার কি সিড আর মিঠাইয়ের আবার মিল হবে।

ক‍্যামেরার সামনে টিভির পর্দায় মিঠাই এবং সোম একে অপরের বিশাল প্রতিপক্ষ।এদিকে ভাসুর বাবাজি নিজের ভাই এর স্ত্রীর বিরুদ্ধেই একটার পর একটা ষড়যন্ত্র করে চলেছে । কিন্তু ক‍্যামেরা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে রসায়ন সবার চোখে পড়ার মতো।অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ও ধ্রুব সরকারের অফস্ক্রিন রসায়ন নিয়ে একটু বেশিই কথা চলছে নেট জগতে। অনেকের মনে প্রশ্ন উঠেছে যে সিডকে এর মতো একজন কে ছেড়ে শেষ পর্যন্ত সোম কে? সেটার পিছনে কারণটা যদিও তাঁরাই নিজেরা তৈরি করে ফেলেছেন।

https://www.instagram.com/p/CTvB73hhsN8/?utm_source=ig_web_copy_link

এখন মিঠাই মানে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ফের নিজের ভাসুর মনে অভিনেতা ধ্রুব এর সাথে একটি রোম্যান্টিক নাচের রিল ভিডিও ইনস্টাগ্রাম আপলোড করেছেন। শ্যুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্যাক আপ হতেই শ্যুটিং ফ্লোরেই নেচে উঠলেন দুজনে। একটি সুপারহিট রোম‍্যান্টিক হিন্দি গান যার নাম ‘মেরে রশকে কমর’ এর সাথে ইনস্টাগ্রাম রিল ভিডিও বানিয়েছেন সৌমিতৃষা ও ধ্রুব। তবে এই ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে নেটিজেনরা আগের মতো ওতো খুশি হতে পারলেন না।

এর পিছনে কারণ হল সকলের মনে হয়েছে মিঠাই শুধু সোমের সাথেই ভিডিও বানায়। সকলের একটাই ইচ্ছা পরের ভিডিওটি যেন উচ্ছে বাবুর সাথেই হয়। এর আগের ট্রেন্ড ফলো করে শেরশাহ ছবির জনপ্রিয় গান ‘রাতান লম্বিয়া’ এর সাথে রোম‍্যান্স করতে দেখা গিয়েছিল সোম ও মিঠাইকে। কিন্তু আসল কথা হল দুজনেই খুব ভালো বন্ধু একে অপরের। তাই প্রায় দুজনেই কাজের ফাঁকে এসব নৃত্যে ও মজা তে মেতে ওঠেন। কিন্তু আগের বারের মতোই এই বারেও নাচের ভিডিও বেশ ভালোই ভাইরাল হয়েছে।

Related Articles

Back to top button