অবশেষে নিম্নচাপ কাটিয়ে জাঁকিয়ে শীত আসতে চলেছে, এরকমই হাওয়া অফিস সুখবর দিল

ভোর থেকে আকাশে কুয়াশাচ্ছন্ন বিরাজমান করে। রাত্রি শেষে পারদ কিছুটা কমেও যায় তার ফলে সকালের দিকটা বেশ ভালোই ঠান্ডা লাগে। তবে জাঁকিয়ে শীত কবে আসছে? সেটাই বড় প্রশ্ন এখন। কারণ ঠিকঠাক শীত না পড়ার জন্য মানুষের রোগের উপদ্রবও বেশ বাড়ছে।

তবে হওয়া অফিস থেকে সুখবর জানানো হয়েছে, এই রবিবার থেকে রাজ্যে ভালো মতো শীত ঢুকতে শুরু করবে। শনিবারের থেকে পারদ কিছুটা কমবে। কিন্তু রবিবারে পারদ একেবারে অনেকটাই কমে যাবার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে বেশ ভালোরকম শীতের আমেজ পড়তে চলেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির আশে পাশে থাকবে।

নিম্নচাপের কারণে উত্তুরে হওয়া রাজ্যে ঢুকতে পারছিল না। মেঘলা আকাশ হয়েছিল প্রায় পুরো সপ্তাহে। কিন্তু আজ থেকে তা অনেকটাই কেটে যাবে। শনিবার থেকে হালকা হালকা শীতের পরশ পড়তে শুরু করবে। মঙ্গলবারের মধ্যেই ৩ থেকে ৪ ডিগ্রি পারদ নেমে যাবে। আগামী সপ্তাহ থেকে বেশ ভালোমতোই টের পাওয়া যাবে শীত।