আজই শুরু করুন এই ব্যবসা মাস গেলে আয় হবে ১০ লক্ষ টাকা, জানুন বিস্তারিত

Cardboard box-এর ব্যবসা করে আয় করুন মাসে লাখ লাখ টাকা

আজকালকার জেনারেশনের ছেলে মেয়েরা সকাক ৯ টা থেকে বিকেল ৫ টার চাকরির থেকে বেশি স্টার্টআপ বা ব্যবসার প্রতি উৎসাহ দেখছে। সম্প্রতি এমন অনেক ঘটনা লক্ষ্য করা গেছে আজকাল সবাই তাদের চাকরি ছেড়ে দিয়ে নিজের স্টার্টআপ শুরু করেছে এবং দুর্দান্ত সফলতা অর্জন করেছে। আপনিও যদি নিজের স্টার্টআপ ব্যবসা খোলার কথা ভাবছেন (business idea) তবে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য। আজ আমরা আপনাকে এমন একটি স্টার্টাপের আইডিয়া (business idea) দিতে চলেছি যেই ব্যবসা (business) করলে আপনি খুব শীঘ্রই লাখ লাখ টাকা আয় করতে পারবেন। আসুন এই ব্যবসার (business) বিষয় বিস্তারিত জেনেনি।

আজকাল কার্ডবোর্ড বক্সের (cardboard box) ডিমান্ড অনেক বৃদ্ধি পেয়েছে। দোকান থেকে শুরু করে বাড়ি-ঘর সিফটিংয়ের ক্ষেত্রে এর অত্যন্ত প্রয়োজন পরে। বলা যেতে পারে প্রতিটি ছোট থেকে বড় আইটেম প্যাক করার জন্য কার্ডবোর্ড বক্সের (Cardboard box)  প্রয়োজন হয়। সবচেয়ে বড় কথা হল এর চাহিদার কোনো নির্দিষ্ট সিজন হয় না। অর্থাৎ গোটা বছর ধরে এর ডিমান্ড একইরকম থাকে বা বৃদ্ধি পায় বললেই চলে। আর এই কারণেই এই ব্যবসায় লোকসানের সম্ভাবনা নগণ্য। এছাড়া অনলাইন ব্যবসার ক্ষেত্রে এর ডিমান্ড সবথেকে বেশি হাই থাকে।

Cardboard box

কীভাবে শুরু করা যাবে ব্যবসা ?

কোনো বস্তু প্যাকিং ও তার সেফটি-র জন্য কার্ডবোর্ডের ব্যবহার করা হয়। এই মোটা কভারটি বাঁধাই করার জন্য ব্যবহৃত হয়। সাধারণত এর ব্যবহার বইয়ের উপর কভার দেওয়ার জন্য করা হয়। এর ভারী প্রোডাক্ট গুলি পণ্যকে একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য করা হয়। আর এর জন্য কাঁচামাল হিসাবে ক্রাফট পেপারের দরকার হয় ও এর মার্কেট ভ্যালু হলো ৪০ টাকা প্রতি কিলো। যত ভালো কোয়ালিটির ক্রাফট পেপার ব্যবহার করা হয় তত ভালো বক্স তৈরি হয়।

এই জিনিস গুলির দরকার পরবে

এই ব্যবসা শুরু করতে আপনার প্রায় ৫০০০ বর্গফুটের একটি জায়গার প্রয়োজন হবে এবং প্লান্ট রোপণও করতে হবে। এছাড়া মাল রাখার জন্য
গুদামেরও প্রয়োজন হবে। আর এই ব্যবসার জন্য আপনার দুই ধরনের মেশিনের প্রয়োজনও হবে। একটি সেমি অটোমেটিক মেশিন এবং অন্যটি
সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন।

Cardboard box

বিনিয়োগ

এই ব্যবসায় বিনিয়োগের কথা বলতে গেলে আপনি এই ব্যবসাটিকে একটি ছোট ব্যবসা হিসাবে শুরু করতে পারেন। আবার যদিও এটিকে বড় পর্যায়েও শুরু করা যেতে পারে। আপনি যদি এই ব্যবসাটি বড় আকারে শুরু করতে চান তবে আপনাকে কমপক্ষে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। আসলে এর জন্য একটি আধা-স্বয়ংক্রিয় বা সেমি অটোমেটিক মেশিনের প্রয়োজন হবে। তবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে শুরু করতে ৫০ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

কত লাভ হতে পারে ?

এই ব্যবসা করে যেকোনো ব্যক্তি দুর্দান্ত পরিমানে লাভবান হতে পারবে। কারণ এই ব্যবসার চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে আর তাই এতে লাভের পরিমানও বেশি। তাই আপনি যদি ভালো ভাবে ও ভালো উপায় এই ব্যবসাটি করতে পারেন তবে গ্রাহকের সংখ্যা বাড়বে আর আপনি প্রতি মাসে ১০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।