দেশের প্রথম CDS বিপিন রাওয়াতের জীবনে বহু অজানা তথ্য – জানুন তাঁর ক্যারিয়ার জীবনও

আজ সকালে ভারতীয় বায়ুসেনার MI-17V5 হেলিকপ্টারে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। দুর্ঘটনায় ভারতীয় প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফ (CDS) অফিসার বিপিন রাওয়াত মারা গিয়েছেন। ওই হেলিকপ্টারে সফর করছিলেন ওনার স্ত্রী এবং আরো ১৩ জন সেনা, তাঁরাও মারা গিয়েছেন। তবে হেলিক্যাপটারে ক্যাপ্টেন বরুণ সিং তিনি কোনমতে বেঁচে গিয়েছেন। যদিও তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে তাঁকে বাঁচানোর জন্য।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিপিন রাওয়াতের বাড়ি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন।
বিপিন রাওয়াত জন্মগ্রহণ করেছিলেন ১৯৫৮ সালের ১৬ ই মার্চ দেরাদুনে। তাঁর বাবা এন এস রাওয়াতও ভারতীয় সেনাবাহিনীতে চাকুরি করেছেন। বিপিন বাবু প্রাথমিক শিক্ষা শেষ করেছেন সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুলে। এরপর ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ভর্তি হয়েছিলেন। বিপিনবাবু উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যান কিছু বছর। আমেরিকাতে সার্ভিস স্টাফ কলেজে ভর্তি হয়েছিলেন। তিনি সেখানে স্নাতক ছাত্র ছিলেন। এরপর তিনি ভারতে ফিরে সেনাবাহিনীতে যোগদান করে।

তাঁর স্ত্রী মধুরিকা সমাজকর্মী হিসেবে কাজ করতেন। তিনি ক্যান্সার রোগীদের জন্য কাজ করতেন। বিপিন বাবু বিভিন্ন যুদ্ধ মিশনে অনেকবারই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিলেন। ভারতের কাশ্মীর উপত্যকায় জাতীয় রাইফেলের ব্রিগেডিয়ার হয়েছিলেন এক সময়ে। শুধু তাই নয় চীন সীমান্তে পদাতিক ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন। তিনি নিজের জন্মস্থান দেরদুনেও ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রধানের পদেও ছিলেন।

তিনি Sword Of Nour সম্মানে ভূষিত হয়েছিলেন। এছাড়াও তিনি বিশেষ সেবা পদক, যুদ্ধ সেবা পদক, সেনা পদক এবং বিশেষ সেবা পদক পেয়েছেন। তিনি সন্ত্রাসবাদ এবং চরমপন্থী কার্যকলাপের বিরুদ্ধে বহুবার অপারেশন চালায় নিজের প্রাণের পরোয়া না করে।