দর্শকদের বিচারে বাংলার এমন কিছু ধারাবাহিক যা সারা জীবন থাকবে এভারগ্রীন, কখনোই হবে না পুরনো

বাংলার কিছু হিট সিরিয়াল

বাঙালি গৃহিণীদের সন্ধ্যার আড্ডা জমে বাংলা সিরিয়াল ঘিরে। এমন বাঙালি মহিলা কম আছে, যে বাংলা সিরিয়াল দেখেন না। অনেক পুরুষও বাংলা সিরিয়ালের ফ্যান। গত দুই দশক ধরে বাঙালির ঘরে ঘরে রাজত্ব করছে বাংলা সিরিয়াল। তবে বর্তমান সময়ের সিরিয়ালের বিষয় অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন যে সমস্ত সিরিয়াল অনুষ্ঠিত হয়, তাতে কুটকাচালি, পরকীয়া আর অবৈধ সম্পর্ক বেশি দেখানো হয়।

এই সবের জন্যই অনেক ক্ষেত্রেই বাংলা সিরিয়ালের টিআরপি পিছিয়ে পরে। তবে আজ এমন কিছু পুরানো বাংলা সিরিয়াল নিয়ে কথা বলবো, যা আজও মানুষ মনে রেখেছেন। দর্শকদের মতে এই সিরিয়ালগুলির মতো আর কোনো সিরিয়াল বাংলা টেলিভিশনে আসেনি। আজকের প্রতিবেদনে বাংলা টেলিভিশনের সর্বকালের সেরা কিছু মেগা সিরিয়াল (Some Of The Best Mega Serials of Bengali Television Ever) নিয়ে নিয়ে জানাবো। চলুন এক নজরে সিরিয়াল গুলি সম্পর্কে জেনে নিন।

১) ১৩ পার্বণ (Tero Parbon)

Tero Parbon

১৯৯৭ সালে জোছন দস্তিদার (Jachan Dastidar) পরিচালিত এই ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছিল ১৯৯ সালে। এই ধারাবাহিকটি টেলিভিশন দুনিয়ায় এক নয়া মোড় এনেছিল। সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রানী হালদারের মত অনেক বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীকে এই সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে।

২) জন্মভূমি (Jonmobhoomi)

Jonmobhoomi

দূরদর্শন (Doordarshan) চ্যানেলে এই সিরিয়ালটি ১৯৯৭ সাল থেকে সম্প্রচার শুরু হয়েছিলো এবং ২০০০ পর্যন্ত চলেছিল। বাংলা ভাষায় সম্প্রচারিত হওয়া সর্বকালের সেরা সিরিয়ালগুলি মধ্যে এটি একটি। খুব বড় অংশের মানুষ ধারাবাহিকটি দেখতে পছন্দ করতেন। এই ধারাবাহিকের অভিনয় করতে দেখা গিয়েছে রূপা গাঙ্গুলী, ভাস্কর চ্যাটার্জি, দেবলীনা দত্ত, সুমন বন্দ্যোপাধ্যায়, জয়জিৎ বন্দোপাধ্যায়কে।

৩) সোনার হরিণ (Sonar Horin)

Sonar Horin

এই ধারাবাহিকটি সম্প্রচারিত হতো ইটিভি চ্যানেলে(Etv Channel)। বহু মানুষ এই ধারাবাহিকের কথা আজ মনে রেখেছেন। লীনা গঙ্গোপাধ্যায় লিখিত এই গল্পে, এক সাধারণ মেয়ের জীবন কাহিনী ফুঁটে উঠেছে। এই জনপ্রিয় সিরিয়ালে সমতা দাস, সাবিত্রী চট্টোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, পাওলি দামের মতো অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করতে দেখা গিয়েছে।

৪) এক আকাশের নীচে (Ek Akasher Niche)

Ek Akasher Niche

জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারি এই ধারাবাহিকটিতে রজতাভ দত্ত, শাশ্বত চ্যাটার্জি, দেবলীনা দত্ত, মনামী ঘোষ, কনিনীকা ব্যানার্জি, কৌশিক সেনদের মতো জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখা গিয়েছে। জনপ্রিয় এই সিরিয়ালের ভক্ত সংখ্যা ছিল আকাশ ছোঁয়া। রবি ওঝা (Ravi Ojha) পরিচালিত এই ধারাবিকটি ২০০০ সালে শুরু হয় এবং ২০০৫ সালে এর সম্প্রচার শেষ হয়। তবে সম্প্রতি ইউটিউবে ধারাবাহিকটির পুনঃপ্রচার করা হচ্ছে, যেখানে আজও লক্ষ লক্ষ মানুষ একটিকে দেখতে পছন্দ করেছেন। প্রায় পাঁচ বছর ধরে সগর্বে এই ধারাবাহিকটি চলেছিল।

৫) রোজগেরে গিন্নি (Rojgere Ginni)

Rojgere Ginni

বাংলা সিরিয়াল ছাড়াও বাংলা টেলিভিশনে অনুষ্ঠিত হওয়া এই গেম শো (Game Show), আজও মানুষের মনে জায়গা করে রয়েছে। এই গেমস শো ইটিভিতে সম্প্রচার করা হতো। সমগ্র রাজ্যে ঘুরে ঘুরে গৃহিণীদের বাড়িতে এই গেম শো টি অনুষ্ঠিত হতো। যে এই শো জিততে পারতো তাকে পুরস্কৃত করা হতো এবং অর্থ তুলে দেয়া হতো বিজয়ী গৃহিণীর হাতে। এর মধ্যে দিয়ে গৃহিণীদের একটা রোজগারও বেরিয়ে আসতো। এই শো এর সঞ্চালনা করতে দেখা গেছে পরমা ব্যানার্জি, মধুমন্তী মৈত্র এবং লাজবন্তীকে।