যাত্রীদের সুবিধার্থে টিকিট কাটার নিয়মে বড়সড় রদবদল! এবার থেকে ২০ কিলোমিটার দূর থেকেও যাত্রীরা কাটতে পারবেন ট্রেনের টিকিট

ভারতীয় রেলওয়ে (Indian railways) দেশের যাতায়াতের প্রধান মাধ্যম। তাই আপনারা যারা দৈনন্দিন জীবনে ট্রেনে করে যাত্রা করেন বা কখনো ট্রেনে করে কোথায়ে গেছেন তারা নিশ্চই দেখেছেন যে স্টেশন থেকে টিকিট কাটতে হলে কত লম্বা লাইনের সম্মুখীন হতে হয়। এতো লম্বা লাইনে টিকিটের জন্য দাঁড়ানো সত্যি বিরক্তিকর বিষয় ও এতো বেশি লাইনের ফলে গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যায় বা কখনো কখনো ট্রেনও মিস হয়ে যায়। কিন্তু আজ আমরা আমাদের আর্টিকেলে টিকিট কাটার বিষয় একটি নতুন তথ্যের বিষয় জানাতে চলেছি যার দ্বারা এবার থেকে আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না (Relief from long ticket booking line in Indian railways station)। আসুন এই বিষয় বিস্তারিত জেনেনি।
স্টেশনের লম্বা লাইনে না দাঁড়িয়ে এবার থেকে আপনি আপনার ট্রেনের দৈনন্দিন টিকিট বা দূরযাত্রা ট্রেনের টিকিট কেটে ফেলতে পারবেন অনলাইনে। অনলাইনে টিকিট কাটতে আপনাকে আপনার ফোনে ডাউনলোড করতে হবে UTS নামক এপ্লিকেশনটি। এটি অসংরক্ষিত ট্রেনের টিকিট কেনার জন্য একটি দুর্দান্ত বিকল্প। এর মাধ্যমে প্ল্যাটফর্ম টিকিট এবং সিজন টিকেট বুকিং করা যায়। এছাড়া সম্প্রতি রেল মন্ত্রক টিকিট বুকিংয়ের বিষয় একটি সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে যাত্রীরা স্টেশনের ২০ কিলোমিটার দূর থেকে UTS অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন । শহরতলী এলাকায় এ দূরত্ব বেড়ে হয়েছে আরো ৫ কিলোমিটার।
তবে এই নতুন নিয়ম চালুর আগে নিয়ম ছিল যে যাত্রীরা তাদের মোবাইলে অসংরক্ষিত টিকিট বুকিং এপ্লিকেশন UTS-এর মাধ্যমে মাত্র ৫ কিমির এরিয়ার মধ্যেই খালি টিকিট বুক করতে পারতো। আর শহরের লোকেদের জন্য UTS এপ্লিকেশনে টিকিট বুকিং করার দূরত্ব সীমা ছিল ২ কিমি। আপনি যদি অসংরক্ষিত টিকিট বুকিং সিস্টেমের বিষয় আরো বিস্তারিত জানতে চান তবে লগইন করতে পারেন এইখানে… www.utsonmobile.indianrail.gov.in।
এছাড়া UTS এপ্লিকেশনের মাধ্যমে টিকিট বুকিংয়ের সুবিধা গুলি হলো টিকিট কিনতে লাইনে দাঁড়াতে হবে না (Relief from long ticket booking line in Indian railways station) । এটি একটি কাগজবিহীন সিস্টেম এবং পরিবেশ বান্ধব। অ্যাপ থেকে বুক করা টিকিট ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইন মোডে TTE-কে দেখানো যেতে পারে। আপনি যদি শেষ মুহুর্তে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই অ্যাপটি খুব সহায়ক হতে পারে। এই অ্যাপটি সম্পূর্ণ ক্যাশলেস লেনদেন করে থেকে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট-ক্রেডিট কার্ড, ওয়ালেট ইত্যাদি সহ সমস্ত পেমেন্ট মোড সমর্থন করে এই অ্যাপটি। অন্যদিকে, রেল ওয়ালেট ব্যবহারকারী যাত্রীরা কিছু ছাড়ও পান টিকিট কাটার সময়ে।