ঐন্দ্রিলা ও সব্যসাচীর খুশির সময়ের এই ৮ টি ছবি, যা আপনার হৃদয় বিগলিত করবে

ঐন্দ্রিলা ও সব্যসাচী (Aindrila Sharma and Sabhyasachi Chowdhury) টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি ও নাম করা অভিনেতা-অভিনেত্রী। এছাড়া এনারা দুজন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও প্রতিষ্ঠিত অভিনেতা ও অভিনেত্রী বটে। একসাথে প্রচুর সিরিয়াল, সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে মনে আলাদা জায়গা করে নিয়েছে অভিনেতা-অভিনেত্রী। এই জুটির প্রেম সম্পর্কের কথা যদি বলি ২০১৭ সালে ‘ঝুমুর’ সিরিয়াল থেকেই আলাপ হয়েছিল ঐন্দ্রিলার সব্যসাচীর সাথে। এটি ঐন্দ্রিলার ডেবিউ সিরিয়াল ছিল। এরপর ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ঊঠেছিল তাদের মধ্যে তারপর সেই বন্ধুত্ব প্রেম বা ভালোবাসার সম্পর্কে পরিনতি পেয়েছিল। জানিয়ে দি ঐন্দ্রিলা ইন্ডাস্ট্রিতে আসার আগেই অর্থাৎ স্কুলে পরাকালীন ক্যানসারে আক্রান্ত হয়েছিল কিন্তু চিকিৎসার পর সুস্থ্য হয়ে যাওয়ার পর ইন্ডাস্ট্রিতে হাতে খড়ি হয়েছিল তার। সম্পর্ক শুরু হওয়ার ৪ বছর পর্যন্ত ভালোই চলছিল ঐন্দ্রিলা ও সব্যসাচীর প্রেম। কিন্তু ২০২১ সালে ঐন্দ্রিলা আবার আক্রান্ত হয়েছিল কিন্তু সেইবারও সে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে এসেছিল।
তবে চলতি বছর ১লা নভেম্বর মাসে ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হওয়ায় আবার অসুস্থ হয়ে পরে এবং হসপিটালে ভর্তি করা হয় তাকে। এবারে ঐন্দ্রিলার অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় ও ক্রিটিকাল। ফলে ডাক্তাররা জবাব দিয়ে দেয় যে যেকোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। তবে ঐন্দ্রিলার এই দুর্যোগের সময় সবসময় ঐন্দ্রিলার পরিবারের পাশাপাশি সব্যসাচী সবসময় তার সাথে ছিল। সব্যসাচী প্রার্থনা করে চলেছিল ঐন্দ্রিলার সুস্থতার জন্য। এমনকি তিনি ফেসবুকে ঐন্দ্রিলার শরীরের আপডেট ভক্তদের জানাচ্ছিল ও ভক্তদের কাছে অনুরোধ করছিল তারা যাতে প্রার্থনা করে ঐন্দ্রিলার সুস্থ্যতার। এমনকি সব্যসাচী এটাও বলেছিলেন ঐন্দ্রিলার বিষয় যে- নিজে হাতে করে নিয়ে এসেছেন আর নিজে হাতেই ফিরিয়ে নিয়ে যাবেন— কিন্তু কথা রাখতে পারলেন না সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। সকলকে ফাঁকি দিয়ে চলেই গেলেন ২৪ বছর বয়সী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দুবার ক্যান্সারকে হারিয়েও এবারে আর মৃত্যর সাথে লড়াই করে জিততে পারলেন না ঐন্দ্রিল। সবাইকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে।
খুব অল্প সময়ের জন্য ঘর বেঁধেছিলেন
ঐন্দ্রিলা ও সব্যসাচীর (Aindrila Sharma and Sabhyasachi Chowdhury) জুটি। আর অল্প সময়ের তাদের ভালোবাসা ইতিহাসে অমর হয়ে থেকে যাবে। সব্যসাচীর আদরের মিষ্টি ছিলেন ঐন্দ্রিলা। অর্থাৎ ভালোবেসে ঐন্দ্রিলাকে মিষ্টি নামে ডাকতেন সব্যসাচী। এই জুটির মধ্যে একে অপরের প্রতি কত ভালোবাসা রয়েছে তা একটি সাক্ষাৎকারের র্যাপিড ফায়ার বোঝা গেছিল। যখন সাংবাদিক ঐন্দ্রিলা ও সব্যসাচীর ইন্টারভিউ নিচ্ছিল তখন সব্যসাচীকে প্রশ্ন করা হয়েছিল যে ‘ঐন্দ্রিলা বলতেই আপনার প্রথম কোন শব্দ মাথায় আসে?’ একগাল হাসি নিয়ে সব্যসাচীর উত্তর ছিল, “আমার।” আর আজ সব ব্যর্থ করে চিরকালের মত বিদায় নিলেন অভিনেত্রী। ঐন্দ্রিলাকে নিয়ে সংসার করার যেসব স্বপ্ন দেখেছিলেন সব্যসাচী কিন্তু সেই স্বপ্ন ভেঙে গতকাল চুরমার হয়ে গেছে ঐন্দ্রিলার মৃত্যুর সাথে। ঐন্দ্রিলার মৃত্যুর পর সব্যসাচী তার ফেসবুক থেকে ঐন্দ্রিলা সম্পর্কিত সমস্ত পোস্ট ও নিজের ফেসবুক একাউন্টটি ডিলিট করে দিয়েছে। ভক্তরা, কোস্টার, ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা ঐন্দ্রিলার পরিবার ও সব্যসাচীর পরিবারকে শোকবার্তা জানাচ্ছে। সবাই ঐন্দ্রিলাকে ফাইটার বলছে কারণ তিনি শেষ পর্যন্ত মৃত্যুর সাথে লড়ে গেছিলেন এবং সবাই সব্যসাচীকেও ঐন্দ্রিলার বড় পিলার হিসাবে স্মরণ করছে। বর্তমানে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঐন্দ্রিলা ও সব্যসাচী-ঐন্দ্রিলার প্রেমের আলোচনা করছে। সবাই তাদের জুটির মতো ভালোবাসার উদাহরণ দিচ্ছে। ঐন্দ্রিলা ও সব্যসাচীর অনেক ছবি ভাইরাল হচ্ছে। আসুন আজ আমরা এই আর্টিকেলে আপনাদের ঐন্দ্রিলা ও সব্যসাচীর কয়েকটি ভালো মুহূর্তের ছবি দেখাই।
১) একসাথে সেলিব্রেট করা মুহূর্ত: এই জুটির এই ফটোটি সেই মুহূর্তের যখন তারা ফ্যামিলি ট্রিপে গেছিলেন। এই ছবিতে দুজনকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে জড়ি ভাবে তারা ফটোর জীবন পোজ দিয়েছে।
২) পরিবারের সাথে কাটানো মুহূর্ত: এই ছবিতে ঐন্দ্রিলা, সব্যসাচী ও ঐন্দ্রিলার মা আর দিদিকে আমরা দেখতে পারছি। এই ছবিটি গতবছর অর্থাৎ ২০২১ সালের পরিবারের সাথে হোলি খেলার ছবি।
৩) সেলফি তোলার মুহূর্ত: সেলফি তুলতে কেনা ভালোবাসে? এই ছবিটি ঐন্দ্রিলা ও সব্যসাচীর খুব সুন্দর সেলফি তোলার মুহূর্ত। এই ছবিতে এই জুটিকে খুব সুন্দর দেখতে লাগছে ও ছবিটি ভক্ত দ্বারা খুব পছন্দ করা হচ্ছে।
৪) ভালোবাসার মুহূর্ত: এই ছবিটি এই জুটির সেই সময়ের ছবি যখন ২০২১ সালে ঐন্দ্রিলার দ্বিতীয়বার ক্যানসার ধরা পড়েছিল ও তার ট্রিটমেন্ট চলছিল। সেই ট্রিটমেন্টের সময় ঐন্দ্রিলার পাশে প্রতি মুহূর্তে সব্যসাচী ছিল।
৫) খুশির মুহূর্ত: এই ছবিটি WB সরকার কর্তৃক আয়োজিত টেলি একাডেমি পুরস্কার ২০২২ ইভেন্টে তোলা হয়েছিল। ঐন্দ্রিলা তার অসাধারণ প্রত্যাবর্তনের জন্য একটি পুরস্কার জিতেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধিত করেছিলেন, যিনি তার অদম্য চেতনার প্রশংসা করেছিলেন।
৬) গর্ভের মুহূর্ত: ঐন্দ্রিলা আয়ার্ড জেতার পর সব্যসাচী খুব গর্বিত অনুভব করছিল। এই সেই সময়ের ছবি এই জুটির।
৭) আরেকটি গর্ভের মুহূর্ত: ঐন্দ্রিলার প্রাণবন্ত হাসি তার আনন্দকে প্রতিফলিত করে। কারণ অভিনেত্রীর হাতে থাকা বইটির লেখক আর কেউ নন সব্যসাচী।