বাইকের দামেই মিলবে দুর্দান্ত মাইলেজের গাড়ি! Bajaj তৈরি করে ফেলল দ্বিতীয় Nano

বাইকের দামেই মিলবে দুর্দান্ত মাইলেজের গাড়ি

টাটা মোটর্সের হাত ধরে দেশে এসেছিল প্রথম ন্যানো গাড়ি টাটা ন্যানো (Tata Nano)। এটি ছিল পিপিলস কার যা ২০০৮ সালে লঞ্চ করা হয়েছিল। ন্যানো গাড়ি আকারে খুব ছোট হয় এবং কম খরচে এর নির্মাণ করা যায়। বাজারে এর মুল্যও খুব। এবার টাটা ন্যানোর মতোই আরেকটি ন্যানো গাড়ি ভারতীয় বাজারে আসতে চলেছে। এই গাড়িটি বাজাজের (Bajaj Launch New Nano Car In India) হাত ধরে ভারতে আসবে। আজকের প্রতিবেদন থেকে এ নিয়ে আপনারা বিস্তারিত জানবেন।

Nano Car

আসলে আজ কথা বলবো বাজাজ কিউট গাড়ি (Bajaj Qute Car) নিয়ে। যে গাড়িটি গত ২০১৮ সালে লঞ্চ করেছিল বাজাজ সংস্থা। তবে সে সময় গাড়িটি প্রাইভেট ভেহিক্যাল হিসাবে বাজারে আনা হয়নি। কিন্তু এবার গাড়িটি প্রাইভেট ভেহিক্যাল হিসাবে বাজারে আনা হবে। এটি একটি কোয়াড্রিসাইকেল (Quadricycle) গাড়ি। যা এ দেশের সবচেয়ে সস্তা গাড়িও বটে। বর্তমানে পুরোনো গাড়িটির কিছু পরিবর্তন করে ও বৈদ্যুতিক ভাবে পুনরায় বাজারে আসবে Qute।

প্রসঙ্গত, কোয়াড্রিসাইকেল বলতে দুই চাকা ও চারচাকা বিশিষ্ট গাড়ির মধ্যবর্তী গাড়িকে বোঝায়। এই গাড়িগুলো দেখতে অটোরিস্কার মতো। বাজারে এই গাড়িগুলি খুবই কম দামে অর্থাৎ একটি বাইকের দামে পেয়ে যাবেন। বৰ্তমান সময়ে ভারতীয় বাজারে এই গাড়িটির দাম ২.৪৮ লক্ষ টাকা। গাড়িটি এনসিএটি (NCAT) অনুমোদিত। যদি আসন সংখ্যা বলি, তবে গাড়িতে চারজন আরামের সঙ্গে বসতে পারবেন। লাস্ট মাইল কানেক্টিভিটির কথা ভেবে গাড়িটি ডিজাইন করা হয়েছে।

Bajaj Company

একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে Qute গাড়িতে কিছু পরিবর্তন করা হয়েছে। আগের তুলনায় গাড়িটির ওজন ১৭ কেজি বাড়ানো হয়েছে। এই গাড়িটিতে থাকবে ২১৬ সিসির সিলিন্ডার ইঞ্জিন। গাড়িটি সর্বোচ্চ ৭০-৮০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলবে। অন্যদিকে গাড়িটিকে পেট্রোলের পাশাপাশি সিএনজি চালিত করা হবে। এছাড়া চার দরজা বিশিষ্ট এই গাড়িতে এসি, এয়ারব্যাগ, ডিস্ক ব্রেক এবং পাওয়ার স্টিয়ারিংয়ের মতো ফিচার্স দেওয়া হতে পারে।