Jio প্রেমীদের জন্য দুঃসংবাদ! দাম বাড়তে পারে JioPhone Next-এর

এই বছর ২০২১ এর ১০ সেপ্টেম্বর ভারতীয় বাজারে আসার কথা ছিল জিওফোন নেক্সট (Jio Phone Next) এর। এই বছর গনেশ চুতুর্থী এর ঠিক কিছুদিন আগে রিলায়েন্স কোম্পানি ও গুগল যৌথ ভাবে জানায় লঞ্চ হবে তাদের ফোন একটু দেরিতে। সস্তায় স্মার্টফোনের নাম হারাতে পারে রিলায়েন্সের বহুত অপেক্ষিত জিওফোন নেক্সট (Jio Phone Next) । লঞ্চ হওয়ার তারিখ পস্টপণ্ড হওয়ায় দাম বাড়তে পারে এই স্মার্ট ফোনের।

জিওফোন নেক্সট- এর দাম বৃদ্ধির কারণ :-

কোম্পানি গুলোর থেকে দাম বাড়ার কোনো খবর এখনও আসেনি। কিন্তু ET Telecom-কে তারা জানিয়েছে, এর মধ্যেই ফোন এর যন্ত্র ও অঙ্গশের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই জন্য, যন্ত্রাংশ উপলব্ধ করার সময় সীমা ৬-৮ সপ্তাহ হলেও সেটা এখন ১৬-২০ সপ্তাহ হয়ে গেছে। এই সময় বেড়ে যাওয়ার ফলেই দাম বেড়ে গেছে হার্ডওয়্যার গুলোর।বিশেষজ্ঞ এরা দাবি করেছেন, ফোনের হার্ডওয়্যার গুলির একটা নির্দিষ্ট ‘সেলফ লাইফ’ রয়েছে। আগামী ৬-৮ মাস ফোনের হার্ডওয়্যার গুলো দাম বৃদ্ধির কথা মাথায় রেখে স্টক মেনটেন করার গোদাম ঠিক করে নিতে হবে কোম্পানি কে। সেই জন্যই সমস্যা বাড়বে বলে দাবি।

জিওফোন নেক্সট- এর লঞ্চ:-

এই বছর ১০ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল জিওফোন নেক্সট এর , যদিও এই বছর গনেশ চুতুর্থীর ঠিক কিছু সময় আগে রিলায়েন্স ও গুগল যৌথ ভাবে জানায়, এই সময় লঞ্চ হবে না তাদের ফোন, একটু বিলম্ব হবে তাদের। কোম্পানির তরফ থেকে জানানো হয়, খুব সম্ভবত এই বছর দীপাবলির সময় আসতে পারে জিওফোন নেক্সট। ফোন টি বাজারে আসার আগের রাতে তারা লিখে জানায়, গোটা পৃথিবী তে সেমিকন্ডাক্টর এর অভাবের কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কোম্পানিকে।কোম্পানি গুলি জানিয়েছে, এই সময়টা তারা নষ্ট না করে ফোন এর অ্যাডভান্স ট্রায়ালে কাজ চালাবে জিও ও গুগল যৌথ ভাবে।

রিলায়েন্সের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় জিওফোন নেক্সট-এর ব্যাপার এ আগেই বলেছেন কোম্পানির চেয়ারম্যান মুকেশ অম্বানি। অ্যান্ড্রয়েড ও প্লে স্টোরের ওপর নির্ভর করেই তৈরি করা হয়েছে ফোন টির অপারেটিং সিস্টেম। কোম্পানির দাবি, আগে শুধু মাত্র শক্তিশালি বা হাই এন্ড মোবাইল গুলো পাওয়া যেত এই ফিচার এক সময়। মাঝে মাঝে অ্যান্ড্রয়েড এর সিকিউরিটি আপডেট ছাড়াও ভালো ক্যামেরা সেন্সর দেওয়া হবে এই ফোন টি তে। নিজের ভাষা দিয়েই ভয়েজ কামান্ডের মাধ্যমে চলবে ফোন।

কত দাম হতে পারে জিওফোন নেক্সট-এর ?

টেক সাইট গুলোর মতে, জিওফোন নেক্সট-এর দুটো ডিজাইন আসতে পারে। সবচেয়ে কম দামে পাওয়া যাবে ৫০০০টাকার মধ্যে বেস ভ্যারিয়েন্ট। আর টপ ভ্যারিয়েন্ট টি পাওয়া যাবে ৭০০০টাকায়। কিন্তু টেকনোলজি বিশেষজ্ঞরা মনে করছেন, ফোনের দাম টি এর ১০ শতাংশ মনে ৫০০ টাকা দিয়েই এই ফোন কিনতে পারবেন সব ক্রেতা রা। বাকি টাকা শোধ করতে হবে ইনস্টলমেন্ট এ।ব্যাঙ্কের সাহায্যেই হবে এই ই এম আই এর লেনদেন। কিন্তু এই ইনস্টলমেন্ট এর জন্য ক্রেতাকে সেই টাকার উপর সুদ দিতে হবে নাকি সেটা এখনও পরিষ্কার হয়নি।কিন্তু কিছু টেকনিকাল বিশেষজ্ঞ দের মতে, ভারতের বাজারে ৩৪৯৯টাকা দাম হতে পারে এই ফোনটির। কিন্তু বিশ্ব বাজারে ফোনের দাম হবে ৫০ ডলার। তবুও এইসময় পরিস্থিতি এর কারণে বদল হতে পারে এই ফোন টির দাম।

জিওফোন নেক্সট এস্টিমেট ফিচার্স:-

জিওফোন নেক্সট-এ থাকবে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, নতুন মডেল এর ২ জিবি অথবা ৩ জিবির RAM দদেবে।সেই সময় ১৬ জিবি অথবা ৩২জিবির দুটো ডিজাইন আনতে পারে জিও কোম্পানি।সঙ্গে থাকবে ৪জি VoLTE কানেকশন। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ থাকবে এই ফোন এ। বিভিন্ন রকম টকনোলজি সাইট বলছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দিতে না পারলেওও Qualcomm QM215 চিপসেট দেওয়া হয়েছে জিওফোন নেক্সট এ।