দেশজুড়ে চলছে ভয়ঙ্কর প্রতারণা! মোবাইল ইউজারদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি টেলিকম মন্ত্রীর

স্মার্টফোন ইউজারদের (Smartphone user) জন্য বর্তমানে বিপদের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে স্প্যাম কল (Spam call)। প্রায় ফোন আসছে অচেনা নম্বর থেকে কল। কেউ কেউ দিনে অসংখ্যবার এই স্প্যাম নম্বর গুলি থেকে কল পেয়ে নাজেহাল হয়ে গেছে। আবার কেউ হয়তো মাঝে মাঝে পাচ্ছে। মানুষ প্রচণ্ড বিরক্ত হয়ে উঠেছে এই স্প্যাম কলের কারণে। বর্তমানে এই স্প্যাম কলের বিষয় বড় সাবধানবাণী দিয়েছেন টেলিকম মন্ত্রী (Telecom minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav)। তিনি দেশবাসীকে অনুরোধ করেন যে কেউ যেন কোনো অচেনা নম্বর থেকে ফোন না ধরে।

 

স্প্যাম কল এবং সাইবার প্রতারণা নিয়ে যখন তাঁকে জিজ্ঞেস করা হয় তখন তার উত্তরে এই অনুরোধ করেন টেলিকম মন্ত্রী। জানিয়ে দি গত কয়েকমাসে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে স্প্যাম কলের মাধ্যমে সাইবার ক্রাইম। আর তাই সঞ্চার সাথী পোর্টাল (Sanchar sathi portal)লঞ্চ করেছে কেন্দ্র। এই পোর্টালের বিষয় টেলিকম মন্ত্রী জানিয়েছে যে স্প্যাম কল প্রতিরোধ করতেই এই পোর্টাল লঞ্চ করা হয়েছে। প্রায় ৪০ লাখের বেশি ভুয়ো সিম এবং ৪১০০০ ভুয়ো সেল এজেন্টদের ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এই পোর্টালের মাধ্যমে।

Ashwini Vaishnav warn about Spam call

সম্প্রতি ট্রাই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দিয়েছে টেলিকম সংস্থাগুলিকে যাতে স্প্যাম কল আটকানো যায়। তবে শুধু কল নয় তার পাশাপাশি হোয়াটসঅ্যাপেও রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এইসব অজানা নম্বর। একাধিক দেশের ISD নম্বর থেকে ফোন করা হচ্ছে ভারতীয়দের। জেনে অবাক হবে সরকার ৩৬ লাখ মোবাইল কানেকশন বন্ধ করেছে সরকার এই সব স্প্যাম কল আটকাতে। এই পদক্ষেপের ফলে প্রায় ৫০ শতাংশ প্রতারণা কমিয়ে দেবে এমনটাই জানিয়েছে সংস্থা।

তারা জানিয়েছে যে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এমনকি হোয়াটসঅ্যাপের পাশাপশি মেটাও বিগত কয়েক মাসে কয়েক লক্ষ অ্যাকাউন্ট এবং কনটেন্ট প্ল্যাটফর্ম থেকে মুছে দিয়েছে। টেলিকম রেগুলেটর অফ ইন্ডিয়া, টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে এআই ফিল্টার কাজে লাগিয়ে স্প্যাম কল প্রতিরোধ করতে হবে। আর এই দুটি আদেশকে সম্মতি জানিয়েছে এয়ারটেল ও জিও কোম্পানি।