মন্দার কবলে গোটা বিশ্বের অর্থনীতি! টিভি, গাড়ি না কিনে টাকা জমানোর পরামর্শ জেফ বেজোসের

বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতির দুর্দশা চলছে গোটা বিশ্বে। আমেরিকা দেশটি এগিয়ে রয়েছে এই তালিকায়। অ্যামাজন কোম্পানির (Amazon company)  প্রতিষ্ঠাতার মতে বর্তমানে আর্থিক মন্দ কড়া নেড়েছে সবার দরজায়। তাই আমেরিকা দেশকে পরার্মশ দিয়েছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন “আসন্ন ছুটির মরসুমে টিভি, ফ্রিজ কিংবা দামি কোনও কিছু কেনার পরিকল্পনা করে থাকলে, আপাতত তা স্থগিত রাখুন। হাতে পয়সাকড়ি জমিয়ে রাখুন।”

Amazon company

এছাড়া বেজোস দাবি করেছে যে অর্থনীতি যে খাতে বইছে তাতে সব কিছু ঠিক বলে মনে হচ্ছে না। আর উদাহরণ হিসাবে বেজোস অর্থের অবনতির কারণে বড় কোম্পানি গুলি যে কর্মচারী ছাটাই করেছে সেই বিষয়টি তুলে ধরেছেন।

এই আর্থিক বিপদ থেকে বাঁচতে বেজোস লোকেদের আরো পরামর্শ দিয়েছেন যে “হাতে কিছু পয়সা রাখুন। পরিস্থিতির দিকে নজর রাখুন। তারপর বড় কিছু কেনার কথা ভাববেন।” কারণ বেজোস মনে করেন বিপদের দিনে এই সঞ্চয় কাজে লাগবে।

বেজোসের (Jeff Bezos) এই সফল শিল্পপতির মুখে এমন কথা শুনে সকলে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছে গোটা বিশ্বে। আর জলবায়ু পরিবর্তন এই পরিস্থিতিকে বা সংকটকে আরো বেশি ঘনীভূত করে দিয়েছে। এছাড়া তার আগে আসা কোভিদের একের পর এক তরঙ্গ যা পরিস্থিতিকে আরো খারাপ করে দিয়েছে। বেজোস (Jeff Bezos)  নিজের উদ্বেগ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন মোট সম্পদের অর্ধেক তিনি প্রান্তিক মানুষদের জন্য দান করবেন।

Related Articles

Back to top button