ঝাড়খন্ড ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন ঐশ্বর্যা রাই বচ্চন! বিশ্ববিদ্যালয় জারি করল এডমিট কার্ড

কোনো ইউনিভার্সিটি ও কলেজ ব্যবস্থাপনার ভুলের মাশুল দিতে হয় সব সময় ছাত্র বা ছাত্রীকে। এমনই একটি ঘটনা ঝাড়খণ্ডের, ধানবাদ এলাকায় ঘটেছে। ধানবাদের এক ইউনিভার্সিটির ব্যবস্থাপনার কারণে একজন ছাত্রী নাজেহাল হয়ে উঠেছে। ধানবাদে অবস্থিত বিনোদ বিহারী মহাতো কোয়েলাচল বিশ্ববিদ্যালয় মঙ্গলবার থেকে শুরু হওয়া পিজি সেমিস্টার-২-এর পরীক্ষা বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনকে (Aishwarya Rai Bachchan) নিজেদের স্টুডেন্ট বানিয়ে দিয়েছে। আর যেই বাচ্চার এডমিট কার্ডে ঐশ্বর্য রায় বচ্চনের ছবি ছেপে এসেছে সেই বাচ্চা টেনশানে পাগল হয়ে যাচ্ছে।

Aishwarya Rai Bachchan

জানিয়ে দি যে বিশ্ববিদ্যালয়ের (jharkhand university) প্রবেশপত্রও অনলাইনে দেওয়া হচ্ছে। রবিবার সাইবার ক্যাফে থেকে পিজি ইকোনমিক্সের ছাত্রী কাজল তার প্রবেশপত্র বের করে। প্রবেশপত্র দেখে হতবাক হয়ে যান তিনি। এতে ছাত্রীর নাম এবং অন্যান্য সমস্ত বিবরণ রয়েছে তবে ছবি এবং স্বাক্ষর চলচ্চিত্র অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের । এরপর সেই ছাত্রী এই এডমিটের একটি প্রিন্ট আউট বার করেন। আবেদন ফর্মেও ঐশ্বর্য রায় বচ্চনের ছবি ও স্বাক্ষর রয়েছে। ওই তবে এডমিট কার্ডে এবং পরীক্ষার ফর্মে ঐশ্বরিয়া রাইয়ের ছবি আলাদা। এখন পরীক্ষায় অংশগ্রহণ বন্ধ করা হবে কি না তা নিয়ে শঙ্কিত ওই ছাত্রী।

তবে এই কাজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের। পরীক্ষা বিভাগ কর্তৃক ইস্যু করা পিজি অ্যাডমিট কার্ডে ঐশ্বরিয়া রায় বচ্চনের ছবি ও স্বাক্ষর সহ একজন শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। প্রবেশপত্রে ঐশ্বরিয়ার ছবি দেখে হতবাক ওই ছাত্রী। সোমবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রী এই বিষয় জানিয়েছে ও এই বিষয় তদন্ত শুরু হয়েছে।

Aishwarya Rai Bachchan

তবে এটিকে প্রযুক্তিগত ত্রুটি হিসেবে বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়টি যাতে তাড়াতাড়ি শুধরে নিয়ে সঠিক স্বাক্ষর ও ছবি সমেত ছাত্রীকে তার এডমিট দেওয়া হয় তার আবেদন করেছেন ছাত্রী কাজল। ছাত্রী জানিয়েছেন যে আগামীকাল থেকে তার পরীক্ষা শুরু হচ্ছে এডমিট কার্ডে সমস্যা থাকায় সে কীভাবে পরীক্ষায় বসবে সে বুঝতে পারছে না। সাইবার ক্যাফে থেকে ফর্ম পূরণের সময় সব ঠিক ছিল কিন্তু এখন এডমিট কার্ডে অন্য কারো ছবি থাকলে পরীক্ষা নিয়ন্ত্রকের দোষ এটা।