৬ বছর পর আবারো কাবুলিওয়ালার ভূমিকায় বাংলা সিনেমাতে পা রাখবেন মিঠুন চক্রবর্তী
৬ বছর পর আবারো কাবুলিওয়ালার ভূমিকায় বাংলা সিনেমাতে পা রাখবেন

বাঙালির ঐতিহ্যকে (Bengali Tradition) বরাবরই একটি চরিত্র মনে করিয়ে দেয়, সেটি হল কাবুলিওয়ালার চরিত্রটি। রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট এই চরিত্রটি বাঙালিরা অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে। কাবুলিওয়ালার চরিত্রে রহমান খানকে মনেই রয়েছে অনেকে। হিন্দি ছবিতেও এই চরিত্র দুটো বেশ জনপ্রিয়তা পেয়েছে। হিন্দি ছবিতে দেখা গিয়েছিল বলরাজ সাহানি এবং হালে ড্যানি ডেনজংপাকে (Danny Denzongpa)।
এবার দর্শক অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) কাবুলিওয়ালা চরিত্রে দেখতে পাবে। নিজের মুখে মিঠুন চক্রবর্তী ছবি নিয়ে কিছু তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। এই ছবির পরিচালনায় রয়েছে সুমন ঘোষ প্রযোজক হিসেবে রয়েছে এসভিএফ। ২০১২ সালে সুমন ঘোষ পরিচালিত ‘ নোবেল চোর ‘ ছবিতে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছিলেন।
প্রায় ১১ বছর কেটে গেছে, সুমন ঘোষ পরিচালিত আবারও কোন ছবিতে অভিনয় করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। এসভিএফ তরফের প্রযোজক শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি মিঠুনের চক্রবর্তী বেশ অনেক দিন ধরে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এর আগে এসভিএফ প্রযোজিত ‘ রকি ‘ ছবিতে বিশেষ চরিত্রে মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল। আরো একটি উল্লখযোগ্য বিষয় হলো,
এই ছবিতে টলিউডে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো। আসন্ন ছবি ‘ কাবুলিওয়ালা ‘ তে কারা কারা অভিনয় করবেন, তা নিয়ে এখনো কোন কিছু ঠিক হয়নি। ছবিতে কোলকাতা ছাড়া লাদাখ এবং আফগানিস্থানের কিছু অংশ শুটিং হওয়ার কথা রয়েছে। তবে বর্তমানে আফগানিস্থানের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে শুটিংয়ের সিদ্বান্ত নেওয়া হবে।