প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল, জানুন কত নম্বর পেল দিতিপ্রিয়ার ভাই সোহম..

গত ৩ দিন আগে অর্থাৎ ২৪ শে মে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের (West Bengal board) উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (Higher secondary exam result out )প্রকাশীত হয়েছিল। রেজাল্টের ফল ভালো-খারাপ মেশানো। অভিনয় পেশার অনেকেই পড়াশোনা আর শুটিং সমান তালে চালিয়ে যাচ্ছেন। তাই প্রতি বছর বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি ও টেলিভিশন (Bengali film industry and telivision industry) অভিনেতা-অভিনেত্রী (Actor- actress) কিংবা তাদের অনেক আত্মীয়রাও এই পরীক্ষায় বসে থাকে। যার ফলে টলিপাড়ার ভক্তরা জানতে আগ্রহী থাকে যে সেলিব্রিটি কিংবা সেলিব্রিটিদের আত্মীয়দের রেজাল্ট কেমন হলো (celebrity higher secondary exam result out)। এই বছরও তার অন্যথা হয়নি।
এবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্কিত অনেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। যেমন-মিঠাই’ সিরিয়ালের পিঙ্কি ভাবি ওরফে অনন্যা গুহর ফলাফল ইতিমধ্যেই জেনে ফেলেছেন দর্শক। সেই একই তালিকায় রয়েছেন সোহম বসু চৌধুরী (Sohom Basu Chowdhury)। এই মুহূ্র্তে সে অবশ্য ইন্ডাস্ট্রিতে নন্টে নামেই পরিচিত। কারণ, সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘নন্টে ফন্টে’। যদিও সোহম বসু চৌধুরীর আরেকটি পরিচয় হলো তিনি দিতিপ্রিয়া রায়ের ভাইয়ের (Ditipriya’s reel brother)পরিচয়ও বেশ বিখ্যাত দর্শকদের মাঝে। আরবী পরিচয়ের কারণ হলো তিনি সিরিয়ল অপরাজিত- তে দিতিপ্রিয়া রায়ের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
সোহমের পর্দার দিদি দিতিপ্রিয়া যেমন গ্রীনরুমে বসে প্রজেক্ট করতেন ও শুটিংয়ের ফাঁকে ফাঁকে পড়াশোনা করতেন কিন্তু সোহমের পড়াশোনার প্রক্রিয়াটা ছিল কিছুটা অন্য রকম। তিনি পরীক্ষার আগে পড়াশোনায় মন দেওয়ার জন্য বেশকিছু দিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তাই এখন ভক্তরা জানতে আগ্রহী হয়ে রয়েছে যে কেমন হলো সোহমের পরীক্ষার ফল।
একটি সংবাদ মাধ্যমের সাথে অনলাইন ইন্টারভিউয়ে সোহম জানান “রেজাল্ট মোটামুটি হয়েছে। ৮৫% নম্বর পেয়েছি। ভবিষ্যতে ‘মাস কমিউনিকেশন’ বিষয়টি নিয়েই পড়ার ইচ্ছে আছে। আপাতত কলেজের ফর্ম ভর্তি চলছে। সেটা নিয়েই ব্যস্ত আছি।” জানিয়ে দি সোহম একজন কলা বিভাগের ছাত্র। দ্বাদশ শ্রেণীতে তার বিষয় গুলি ছিল রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, মনোবিজ্ঞান, ইংরেজি, বাংলা এবং শারীরিক শিক্ষা। এই মুহূর্তে তিনি পড়াশোনায় বেশি মন দিতে চান ও তারপর অন্যান্য কাজ করতে চান এমনটাই জানিয়েছেন তিনি। সোহম আরো বলেছেন “পরিবারের সবাই বেশ খুশি রেজাল্ট নিয়ে। আপাতত ভাবছি কোন কলেজে সুযোগ পাই।”