ফটোতে দেখতে পাওয়া এই ছোট্ট বাচ্চা মেয়েটি আজ বলিউডের নামিদামি অভিনেত্রী! অক্ষয়-আমির সহ সালমানের সাথে দিয়েছেন একাধিক হিট ফিল্ম, নাম বলতে পারা চ্যালেঞ্জের

ফটোতে দেখতে পাওয়া এই ছোট্ট বাচ্চা মেয়েটি

সেলিব্রেটিদের (Celebraty) ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে অনেকেই আগ্রহী থাকেন । সোশ্যাল মিডিয়ার(Social Media) হাত ধরে বলিউড সেলিব্রিটিদের খুঁটিনাটি তথ্য সহজেই ভক্তদের সামনে চলে আসে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া ঘিরে বিভিন্ন সেলিব্রেটিদের শৈশব কালের ছবি ভাইরাল হতে দেখা যায়। ছবি প্রকাশের পর তা ক্রমশ ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। তবে অনেক সময় ভক্তরা শৈশব কালের ছবি দেখে অভিনেত্রী বা অভিনেতাদের চিনে উঠতে পারেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক বিখ্যাত অভিনেত্রীর শৈশবকালের ছবি (Childhood Picture) প্রকাশ পেয়েছে। তবে অনেকেই এই ছোট্ট মেয়েটিকে চিনে উঠতে পারছেন না। চলুন তবে এই প্রতিবেদন থেকে ছোট্ট মেয়েটিকে আসল পরিচয় জেনে নিন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছোট্ট মেয়ের ছবি প্রকাশ পেয়েছে। মেয়েটিকে খুবই মিষ্টি দেখতে। বড় হয়েও তিনি গ্ল্যামারাস ও সুন্দরী হয়েছেন। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী (Bollywood Famous Actress) হিসেবে পরিচিতি পেয়েছেন। ছোট বেলায় অভিনেত্রীর ছবি দেখে অনেকেই গুলিয়ে ফেলেছেন। বলে রাখি তিনি শুধু বলিউড নয় দক্ষিণী ছবিতেও কাজ করেছেন। সালমান খান থেকে শুরু করে অক্ষয় কুমারের নায়িকা থেকেছেন তিনি। পরবর্তীতে একজন ব্যবসায়ীকে বিয়ে করেন। যদি এখনো না চিনতে পারেন, তাহলে বলি ছবিটি অভিনেত্রী আসিনের (Asin) ছোট বেলার ছবি।

অভিনেত্রী আসিন ২৬ অক্টোবর, ১৯৮৫ সালে কেরালা রাজ্যের কোচিনে একটি ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম আসিন থোট্টুমকাল (Asin Thottumkal)। তবে আসিন নামেই তিনি অধিক পরিচিত। তাঁর বাবার নাম জোসেফ থোট্টুমকাল। তাঁর বাবা একজন ব্যাবসায়িক। তবে ব্যাবসার কাজ বন্ধ রেখে মেয়ের ক্যারিয়ার গড়ার জন্য বিশেষ ভূমিকা তিনি নিয়েছিলেন। অন্যদিকে অভিনেত্রী মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে (Rohit Sharma) ২০১৬ সালে বিবাহ করেন। এরপরই অভিনয় থেকে দূরে সরে যান। বর্তমানে অভিনেত্রীর চার বছরের ছোট্ট একটি কন্যা সন্তান রয়েছে।

চলচ্চিত্র জগতের কথা বললে, তিনি দক্ষিণী ছবি দিয়ে নিজের ক্যারিয়ার যাত্রা শুরু করেন। এরপর বলিউডের ছবিতেও তিনি কাজ করেছেন। কাজ করেছেন একের পর এক হিট ছবিতে। তিনি আমির খান, সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। বলিউডে ‘গজিনি’ (Ghajini) ছবিতে কাজ করে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘রেডি’ (Ready), ‘বোল বচ্চন’ (Bol Bachchan), ‘অল ইজ ওয়েল’ (All Is Well) এর মতো জনপ্রিয় ছবিতে তিনি কাজ করেছেন। অভিনয়ের জন্য তিনি তিন তিন বার ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন। তবে আজ তিনি অভিনয় থেকে দূরে আছেন এবং বরের ব্যাবসা ও সংসার সামলাচ্ছেন।

Related Articles

Back to top button