AC চালানোর সময় অবশ্যই মাথায় রাখুন এই ৫ টি বিষয়, নাহলে গুনতে হবে মোটা টাকা মাসুল

AC চালানোর সময় অবশ্যই মাথায় রাখুন এই ৫ টি বিষয়

গরমের দাপটে মানুষের নাজেহাল অবস্থা। আর এই পরিস্থিতিতে ঘর ঠান্ডা রাখতে বাড়ছে এসি ও কুলারের ব্যাবহার। তবে এই গরমে বাড়িতে যেমন এসির ব্যাবহার বাড়ছে, তেমনই বাড়ছে ইলেকট্রিক বিল। তবে এসি (AC) চালানোর সময় বেশ কিছু ভুল করার কারণে, আপনাকে গুনতে হয় অতিরিক্ত বিলের। আর আজকে এই ভুল গুলি সম্পর্কেই আপনাদের জানাবো। চলুন তাহলে এসি চালানোর সময় যে ভুল গুলি করেন তা জেনে নিন।

AC

১) সিলিং ফ্যান না চালানো : বাড়িতে এসি চালানোর সময় অবশ্যই পাখা চালিয়ে রাখবেন। অনেকেই এটা করেন না। যার কারণে এসি বেশিক্ষন চলে এবং বেশি বিদ্যুৎ খরচ হয়। এটি করলে আপনার রুম অল্প সময়ের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে, বেশি ক্ষণ এসি চালিয়ে রাখার প্রয়োজন হবে না।

২) রুম বন্ধ রাখা : এসি চালানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন, যাতে আপনার রুমের দরজা ও জানালা বন্ধ থাকে। এটি না করে যদি এসি চালান তবে এসি বেশি ক্ষণ চালিয়ে রাখতে হবে। তাতে বিদ্যুৎ খরচও বেশি হবে।

৩) টাইমার না দেওয়া : এসি চালানোর সময় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। তা হলো টাইমার। এসির রিমোট দিয়েই এই টাইমার সেট করা যায়। এসি চালানোর সময় টাইমার দিয়ে রাখলে, নির্দিষ্ট সময়ের পর আপনা আপনি এসি বন্ধ হয়ে যাবে।

AC

৪) সোলার এনার্জি ব্যবহার : বর্তমান সময়ে অনেকেই বাড়িতে সোলার এনার্জি লাগাচ্ছেন। আর এই এনার্জি ব্যাবহার করছেন এসিতে। এতে করে আলাদা ভাবে মাসে মাসে বিদ্যুৎ খরচ গণতে হবে না। তবে সোলার প্যানেল বসানোর জন্য প্রথমে আপনাকে একটু খরচ করতে হবে।

৫) সার্ভিসিং না করানো : এসি বাড়িতে থাকলেও তা শুধু গ্রীষ্ম কালেই ব্যাবহার করা হয়। সারা শীতকাল জুড়ে তা বন্ধই পরে থাকে। তাই প্রতি বছর গ্রীষ্মের শুরুতে এসি সার্ভিসিং করিয়ে নেওয়া প্রয়োজন। এটি করলে আপনার এসিটি যেমন ভালো থাকবে তেমনই কম বিদ্যুৎ খরচ হবে।