মাছের সাথে সেলফি নিতে গিয়ে একি কাণ্ড ঘটালো ব্যাক্তি! ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবে দেহ

আজকাল এই বিশ্বে সোশ্যাল মিডিয়ায় (Social media) সাথে জুড়ে নেই এরকম মানুষ নেই বললেই চলে। আমরা সোশ্যাল মিডিয়াকে আজকাল বিভিন্ন কারণে ব্যবহার করে থাকি। যেমন কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসার কাজের জন্য, জিনিস কেনা-বেচার, কেউ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েক করে উপার্জন করে আবার কেউ কেউ শুধু এন্টারটেন্টমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আর এন্টারটেন্টমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা লোকেদের সংখ্যাই একটু বেশি।
সোশ্যাল মিডিয়ায় আমরা রোজই অনেক ধরনের ফটো, ভিডিও ও খবর দেখতে পাই। এই সব ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিও বা খবর এমন থাকে যা দেখার পর আমরা অবাক হয়ে যাই বা এমন কিছু দেখতে পাই তা দেখে আমাদের হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যায় বা এমন কিছু দেখি যা আমাদের মনকে খুশি করে তোলে ও এমনও কিছু ভিডিও দেখতে পাওয়া যায় যা আমাদের উৎসাহ বা প্রেরণা দেয়। এছাড়া অনেক শিক্ষামূলক ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অবাক করা ও কিছুটা হাস্যকর ভিডিও ভাইরাল (Viral video) হচ্ছে। আসুন এই এই আর্টিকেলের মাধ্যমে এই ভিডিওর বিষয় বিস্তারিত জেনেনি।
You threw the right one bro 😂 pic.twitter.com/ahqv8tfhh5
— Wtf Scene (@wtf_scene) March 27, 2023
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি তার কিছু বন্ধুদের সাথে একটি বোটে করে ঘুরতে বেরিয়েছে ও সেই ব্যক্তি সমুদ্র থেকে ধরা একটি মাছের সাথে সেল্ফি তুলছে। এরপর যখন লোকটির মাছের সাথে সেল্ফি তোলা শেষ হয়ে যায় তখন সে মাছটিকে আবার সমুদ্রে ছেড়ে দেবে ঠিক করে। কিন্তু মাছটিকে ফেলার জায়গায় ব্যক্তিটি ভুল করে নিজের ফোনটি সমুদ্রে ফেলে দেয়(A man try to take selfi with fish but after selfie over instead of fish the man throw his phone in the water )।
এই ভিডিওটি লোকেরা খুব পছন্দ করছে ও লোকেদের হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় টুইটারে শেয়ার করেছেন ‘Wtf Scene’ নামের এক ইউজার। আর ২ লাখ ৬২ হাজারের বেশি ভিউ পেয়েছে এই হাসকর ভিডিও। আর ৪ হাজারের বেশি মানুষ এই ভিডিও লাইক করেছে ও অনেকে কমেন্ট করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে।