ভুলে যাবেন Pushpa, KGF- এর কথা! দুর্দান্ত অ্যাকশন ও দমদার গল্পে ভরপুর দক্ষিণের এই ৮ টি মাস্টারপিস ছবি না দেখলে হবে চরম মিস

এখনের সময় সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি (south film industry)সবদিক থেকে এগিয়ে রয়েছে বলিউডের থেকে। সম্প্রতি যেই ভাবে দিন দিন সাউথ ফিল্মের (South film) ক্রেজ গোটা দেশের মানুষের উপর ছড়িয়ে পড়েছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির রাতের ঘুম উড়ে গেছে। তার মধ্যে কিছু সময় ধরে একের পর এক সাউথ ফিল্ম (South film) মুক্তি পাচ্ছে আর সেগুলি প্রতিটি ব্লকবাস্টার প্রমাণিত হচ্ছে। আর বলিউড ফিল্ম গুলি পাত্তা পাচ্ছে না সাউথ ফিল্মের সামনে। এমনকি শুধু ফিল্মের দিক থেকে নয় সাউথ ফিল্মে ইন্ডাস্ট্রির (South film industry) অভিনেতা-অভিনেত্রীরাও বলিউড অভিনেতা-অভিনেত্রীদের সব দিক থেকে টেক্কা দিচ্ছে। বলা যেতে পারে ফিল্মের দিক থেকে, অভিনয়, জনপ্রিয়তা ও সৌন্দর্য্যের দিক থেকে, এখন এগিয়ে রয়েছে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা। এমনবস্থায় বলিউড অভিনেতা-অভিনেত্রীরাও ধীরে ধীরে আগ্রহ দেখতে শুরু করেছে সাউথ ফিল্মের দিকে। আর কিছু বলিউড অভিনেতা রয়েছে যাদের জন্য সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির দুয়ার চিরজীবনের মতো খুলে গেছে এবং তারা একের পর এক সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের অফার পেয়েই চলেছে। তবে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির ফিল্ম গুলি যেই করবে বেশি জনপ্রিয় সেটি হলো সাউথ ফিল্মের অ্যাকশন। তাই আজ আমরা এই আর্টিকেলে অ্যাকশনে (action) ভরপুর জনপ্রিয় ৮টি সাউথ ফিল্ম নিয়ে আলোচনা করবো। আসুন দেখেনি তালিকা…
১) বাহুবলী (Baahubali): বলা যেতে পারে এই ফিল্মের পর থেকেই মানুষের সাউথ ফিল্মের প্রতি ক্রেজ বেড়েছে। তবে এই ফিল্মের আগেও মানুষ সাউথ ফিল্ম দেখতে খুব পছন্দ করতো কিন্তু এই ফিল্মের পর তা হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেছে। এই ফিল্মটি ভারতের দ্বিতীয় অংশ ভারতের সবচেয়ে আয় করা ফিল্মের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই ফিল্মের বক্স অফিস কালেকসন হলো ১৮০০ কোটি। এই ফিল্মে অভিনয় করেছে রানা দগ্গুবাটি, অনুষ্কা শেঠি, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণান এবং সত্যরাজের মতো অভিনেতারা।
২) বিক্রম (Vikram): ২০২২ সালে মুক্তি পাওয়া এটি জনপ্রিয় একটি স্পাই অ্যাকশন ফিল্ম। এই ফিল্মে মুখ্য ভূমিকায় রয়েছে কমল হাসান ও গুরুত্বপূর্ন চরিত্রে রয়েছে ফাওয়াদ ফাজিল ও বিজয় সেতুপতি।
৩) সুরারাই পোত্রু (Soorarai Pottru): এটি সাউথ সুপার স্টার সুরিয়ার অভিনীত অ্যাকশন ফিল্ম। এই ফিল্মটি অত্যন্ত পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছিল ও এই ফিল্মের বক্স অফিস কালেকসন দুর্দান্ত ছিল।
৪) ৯৬ (96): বিজয় সেতুপতির অভিনীত অত্যন্ত জনপ্রিয় ফিল্ম গুলির মধ্যে অন্যতম হলো ৯৬ ফিল্মটি। এই ফিল্মের নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন তৃশা কৃষ্ণান।
৫)মাস্টার (Master): তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম হলেন থালাপথি বিজয়। দক্ষিণ ভারতে তার ভক্তের সংখ্যা কম নয়। তার অভিনীত অ্যাকশন ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘মাস্টার’। এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে।
৬) পুষ্পা: দ্যা রাইস (pushpa: the rise): ২০২২ সালে বক্স অফিস কাপিয়ে দেওয়া অত্যন্ত জনপ্রিয় ও সফল ফিল্ম ছিল পুষ্পা : দ্যা রাইস ফিল্মটি। এই ফিল্মে অভিনয় করতে দেখা গেছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনাকে। খুব শীঘ্রই এই ফিল্মের দ্বিতীয় অংশ পুষ্পা: দ্যা রুল মুক্তি পাবে।
৭) বিগিল (Bigil): সুপারস্টার ‘থালাপথি বিজয়ের জনপ্রিয় ছবি হল ‘বিগিল’। এই ছবিতে অ্যাকশনের পাশাপাশি দর্শকদের জন্য চমক রেখেছিলেন পরিচালক। ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘থালাপথি বিজয়’কে।
৮) PS-1: মণি রত্নম পরিচালিত দুর্দান্ত জনপ্রিয় ও দুর্দান্ত আয় করা একটি ফিল্ম হলো এটি। এই ফিল্মে চোল সাম্রাজ্যের অজানা কাহিনীকে তুলে ধরা হয়েছে। এই ফিল্মের দুটি অংশ রয়েছে। প্রথম অংশের সফলতার পর এখন খুব শীঘ্রই দ্বিতীয় অংশ মুক্তি পাবে। এই ফিল্মে অভিনয় করতে দেখা গেছে ঐশ্বর্য রাই বচ্চন, বিক্রম, তৃশা কৃষ্ণানের মতো অভিনেতা – অভিনেত্রীরা।