বিশ্বের ৫ টি সস্তা দেশ, যেখানে আপনি অনেক কম খরচে কাটাতে পারবেন বিলাস বহুল জীবন! দেখে নিন তালিকা

অনেক ভ্রমণপ্রেমী মানুষ আছেন, যারা দেশ বিদেশ ঘুরতে চাইলেও, সাধ্যের জন্য পিছিয়ে আসেন। খরচের ভয়ে অনেকেরই বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলেও, তা মনের মধ্যেই দমিয়ে রাখতে হয়। তবে দেরী না করে জেনে নিন এমন কিছু স্থানের বিষয়ে, যেখানে বসবাস করতে গেলে, আপনার খুব বেশি অর্থ খরচ হবে না। খুব সাশ্রয়ে আপনি পারবেন থাকতে।

img 20230202 150330

চীন, লাওস, কম্বোডিয়া এবং দক্ষিণ চীন সাগর বেষ্টিত এই সুন্দর দেশে প্রতি মাসে মাত্র ৬৩৯ ডলার খরচ করলেই আপনি আরাম করে থাকতে পারবেন। সুন্দর দৃশ্য, সুস্বাদু রন্ধনপ্রণালী এবং কম খরচে পরিবহন ব্যবস্থার কারণে বিশ্বের অন্যতম এই পর্যটন স্থানে, মাসে আপনার খরচ পড়বে প্রায় ৫২ হাজার টাকা।

img 20230202 145732

ক্লাসিক এবং স্থাপত্য এবং অন্যান্য ঐতিহাসিক নিদর্শন পছন্দকারী মানুষজন অনায়াসে সার্বিয়ার (Serbia) গিয়ে বসবাস করতে পারেন। এখানে অবস্থিত ২০০ টিরও বেশি মঠ আপনাকে মধ্যযুগীয় সময়কালের আনন্দ অনুভব করাবে। এখাএমাসে খরচা হবে মাত্র ৭১১ ডলার অর্থাৎ প্রায় ৫৭ হাজার টাকা।

img 20230202 145743

লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের সবচেয়ে জনবহুল স্প্যানিশ ভাষাভাষী দেশ হল মেক্সিকো (Mexico)। ওলমেক, মায়া, টলটেক এবং অ্যাজটেক সংস্কৃতির এই দেশে প্রায় ৭০ শতাংশ মানুষই শহরাঞ্চলে বসবাস করেন। এখানে থাকতে গেলে আপনার প্রতি মাসে খরচ হবে ৬৭৮ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা।

img 20230202 145758

দক্ষিণ আফ্রিকায় (South Africa) সারাবছরই প্রতি পর্যটক আসেন এবং এখানকার মানুষদের সঙ্গে বেশকিছুটা সময় কাটিয়ে যান। এখানে যাতায়াত ব্যবস্থা খুব সস্তা এবং বাড়ি ভাড়াও খুব সহজলভ্য। এখানে থাকতে গেলে আপনাকে প্রতি মাসে খরচ করতে হবে ৯৩৭ ডলার অর্থাৎ প্রায় ৭৬ হাজার টাকা।

img 20230202 150050

খুব বেশি দূরে না যেতে চাইলেও, প্রতিবেশি দেশ চীনও (china) কিন্তু বেশ সস্তা। এখানকার খাবার গোটা বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয়। এখানে থাকতে গেলে আপনার প্রতি মাসে খরচ হবে ৭৫২ ডলার অর্থাৎ প্রায় ৬১ হাজার টাকা।