শীতের মরসুমে ভারতে ঘোরার মনোরম পর্যটন কেন্দ্র হল এই জায়গাগুলি

শীতের মরসুমে ভারতে ঘোরার মনোরম পর্যটন কেন্দ্র

ভারতে এখন শীতকালীন মরশুম (Winter Season)। আর এই সিজেনে অনেকে ভ্রমণ করতে বেরিয়ে পড়েন। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে নানা শীতকালীন উৎসব। এই শীতে যদি আপনিও ভ্রমণের কথা ভাবেন। তবে আজ আপনাকে ভারতের পাঁচটি এমন স্থানের কথা বলবো, যে স্থানে আপনি ভ্রমণ করতে পারেন। শীতকালে এই স্থান ভ্রমণের জন্য খুবই উপযুক্ত। বছরের এই সময়ে স্থানগুলিতে প্রচুর মানুষ ভিড় জমায়। জেনে নিন ভারতের ৫টি সেরা পর্যটন কেন্দ্র (5 Best Tourist Place In India)।

১) আউলি (Auli Uttarakhand)

Auli Uttarakhand

শীতকালীন সময়ে ঘুরতে যাওয়ার অন্যতম স্থান হলো আউলি। এটি ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত। শীতকালে এই স্থানটি বরফে মোড়া থাকে, যে কারণে একে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। এই স্থান থেকে নীলকণ্ট, মানা পর্বত, নন্দা দেবীর ‘ধবল শিখর’-এর সৌন্দর্য দেখতে পাবেন। ডিসেম্বরে থেকে মার্চ মাস পর্যন্ত এই স্থানে ঘুরতে যাওয়ার দারুণ সময়।

২) গোয়া সী বিচ (Goa Sea Beach Goa)

Goa Sea Beach Goa

আরব সাগরের হওয়া গায়ে মাখতে যেতে হবে গোয়া সী বিচে। অনেক মানুষের স্বপ্ন এই স্থানে ঘুরতে যাওয়ার। আপনি যদি ঠান্ডা খুব বেশি পছন্দ না করেন, তবে এই স্থানটি আপনার জন্য উপযুক্ত। এই স্থানে বড়দিন এবং নববর্ষ খুব আড়ম্বর পূর্ন ভাবে উদযাপিত হয়। এই ডিসেম্বরে আপনি এই স্থানে ঘুরে আসতে পারেন।

৩) গ্রেট রণ অফ কচ্ছ (Rann Of Kutch Gujrat)

Rann Of Kutch Gujrat

ভারতের এক অনন্য পর্যটন কেন্দ্র গ্রেট রণ অফ কচ্ছ। গুজরাটে অবস্থিত এই স্থানে ভ্রমণ করলে মনে হবে আপনি বরফের উপর দিয়ে হাঁটছেন। কেননা এই স্থানটি বরফের মতো সাদা চাদরে মোড়া। যা আসলে লবন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ শীতকালে এই স্থানে রণ মহোৎসব পালিত হয়। আপনি এই স্থানে উঠে চড়ে ঘুরতে পারেন।

৪) আলেপ্পি (Alleppey Kerala)

Alleppey Kerala

কেরলে অবস্থিত এই স্থানটি পর্যটকের কাছে খুবই আকর্ষণীয়। এই স্থানটি ‘পূবের ভেনিস’ নামে পরিচিত। এখানে রয়েছে ব্যাকওয়াটার হাউসবোট। এর কারণে এই স্থানে প্রচুর পর্যটক ভিড় জমায়। আপনিও এক রাত কাটিয়ে আসতে পারেন আলেপ্পির হাউসবোটে। পাশাপাশি এখান থেকে আপনি টেকডি এবং মুন্নাও দেখতে পাবেন।

৫) মানালি (Manali Himachal pradesh)

Manali Himachal pradesh

ভারতের অন্যতম ভ্রমণ কেন্দ্র হলো মানালি। হিমাচল প্রদেশে অবস্থিত এই শহরে বছরের বিভিন্ন সময় পর্যটকেরা ভিড় জমায়। তবে শীতের সময় এই স্থানে প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় জমে। শীতকালীন সময়ে এই স্থানের সৌন্দর্য বছরের বাকি সময়ের থেকে অনেক বেশি। এই স্থান থেকে বরফে ঢাকা হিমালয় দেখতে পাবেন।