এক বছর ধরে ভিলেন হয়ে রয়েছেন বাঁকবাবু কিন্তু তারপরেও মা হতে চলেছে ফড়িং! এই নিয়ে তুমুল ট্রোল হচ্ছে সিরিয়াল

স্টার জলসা (star jalsha)  চ্যানেলে আলতা ফড়িং (Alta phoring)  নামক সিরিয়াল (Serial) শুরু হয়েছিল গত বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসে। এই সিরিয়ালে গল্পটি ছিল এক মা ও মেয়ের। এই মা ছিল প্রাক্তন জিমন্যাস্টিক প্লেয়ার যাকে মিথ্যা অপবাদ দিয়ে খেলা থেকে ব্যান করা হয়েছিল। এই মায়ের নাম সিরিয়ালে (Serial) ‘রাধারানী নস্কর’ হয়েছে। আর যিনি এই মা কে ব্যান করেছিলেন তিনি আর কেউ নয় তার প্রেমিক ছিলেন। কারণ রাধারানী প্রেগনেন্ট হয়ে গেছিলেন এবং তিনি তার প্রেমিক যে এই খেলার ইনস্টিটিউটের হেড ছিলেন তার থেকে নিজের অধিকার দাবি করছিলেন তাই তার প্রেমিক রাধারাণীর থেকে বাঁচতে তার কেরিয়ার শেষ করে দেয় এবং রাধারানী শহর ছেড়ে গ্রামে গিয়ে বসতি স্থাপন করেছিল ও সেখানে ইট তোলার কাজ করতো। আর গ্রামে গিয়ে সে তার সন্তান আলতা ফড়িংকে (Alta phoring) জন্ম দিয়েছিল ও তাকে বড় করে তোলে।

Alta phoring

ছোট থেকেই  রাধারাণীর মেয়ে আলতা ফড়িং জিমন্যাস্টিক না শিখেও দুর্দান্ত জিমন্যাস্টিক করতো। যদিও তার মা অর্থাৎ রাধারানী চেষ্টা করতো জিমন্যাস্টিক থেকে যাতে ফড়িংকে দূরে রাখতে কিন্তু ট্যালেন্ট কি আর চাপা থাকে ? এরপর ২০২০ সালের আমফানে যখন গোটা  গ্রাম ভেসে যায় তখন এই গল্পের হিরো হিসাবে এন্ট্রি নিয়েছিল অভ্র। ইনি ফড়িংকে বাঁচিয়েছিল। ফড়িং অভ্রকে (Abhra) ব্যাংক বাবু (Bank Babu)বলতো কারণ অভ্র ব্যাংকে চাকরি করতো। এই ঝড়ে ফড়িং তার মায়ের থেকে আলাদা হয়ে গেছিল ও মাকে খুঁজতে সে তার ব্যাংক বাবুর (Bank Babu) সাথে শহরে এসেছিল।

Alta phoring

তারপর সিরিয়ালের গল্প এগোতে থাকে ফড়িংয়ের মাকে খুঁজে পাওয়া যায়, ফড়িং তার বাবা ও মায়ের অতীত জানতে পারে, এমনকি তার বাবার সাথে তার শত্রুতার সম্পর্ক গড়ে ওঠে, তারপর অভ্রর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে এবং দুজনে একেঅপরকে বিয়ে পর্যন্ত করে। বিয়ের পর অভ্র সাহায্য করে ফড়িংকে নিজের জিমন্যাস্টিক কেরিয়ার গড়ে তুলতে। এরপর ফড়িংকে শশুরবাড়িতে ও খেলার জায়গায় প্রচুর শত্রু ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল কিন্তু ফড়িং সব জায়গায় জয় লাভ করে এসেছে। কিন্তু হঠাৎ যদি হিরো ভিলেনে পরিণত হয় ? যারা আলতা ফড়িং সিরিয়াল দেখেন তারা জানেন যে অভ্রকে কিছুদিন সিরিয়ালে মিসিং দেখানোর পর অভ্রকে (Abhra) ভিলেন হিসাবে দেখানো হয়। অভ্র ব্যাংক লুঠ করে সেই টাকা চুরিকে পালানোর চেষ্টা করে। পুলিশ তার খোঁজ করছিল। এমনকি ফড়িং মাঝে বাঝা সৃষ্টি করলে অভ্র ফড়িংকেও বহুবার মারার চেষ্টা করে। এইসবের মধ্যে সিরিয়ালে নতুন হিরো অর্জুনের (Arjun) এন্ট্রিও দেখানো হয়েছে। আর সিরিয়ালের হিসাবে ১ বছর সময় পার হয়ে গেছে অভ্র ভিলেন হয়েছে। এর মাঝে কিছুদিন আগে অর্জুন (Arjun) ও ফড়িংয়ের বিয়েও হয়েছে। আর বিয়ের দুইদিন পরই খবর সামনে এসেছে যে ফড়িং অভ্রর বাচ্চার মা হতে চলেছে। আর এই খবর সামনে আসার পর থেকেই এই সিরিয়াল সোশ্যাল মিডিয়ায় (Social media) ট্রলিংয়ের (Troll) স্বীকার হচ্ছে। আসুন জেনেনি এই সিরিয়াল ট্রোল (Troll) স্বীকার হওয়ার কারণ কি ?

https://fb.watch/h-UCqAXi2V/

এই সিরিয়ালটি ট্রোলের স্বীকার ও হাসির পাত্র হওয়ার কারণ হলো অভ্র ও ফড়িং সিরিয়ালে এতদিন আলাদা ছিল। তাদের মধ্যে মিলন হওয়ার কোনো সম্বনা ছিল না। এমনকি অভ্র ফড়িংকে মারার পর্যন্ত চেষ্টা করেছে। তাহলে ফড়িং কিভাবে মা হতে পারে ? এই প্রশ্ন তুলছে সোশ্যাল মিডিয়া (Social media) ইউজার ও এই সিরিয়ালের অনুরাগীরা। এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি একটু আগে এই গ্ৰুপে পোস্ট করেছিলাম যে ফড়িং মা হতে চলেছে। সেই পোস্টে আমায় অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ফড়িং এর সন্তানের বাবা কে? “তবে আমি কারোর কমেন্টের রিপ্লাই দিতে পারি নি , তার জন্য একান্ত ভাবে দুঃখিত । তার কারন কিছু সমস্যার জন্য আমি কোনো গ্ৰুপেই কমেন্ট করতে পারছি না। যাইহোক আপনাদের প্রশ্নের উত্তর হল : – ফড়িং এর সন্তান এর বাবা অভ্রদ্বীপ । এবার আপনারা নিশ্চয়ই বলবেন যে ফড়িং & অভ্রদ্বীপ এতদিন আলাদা থেকেও এসব কিভাবে হলো? তাদের উদ্দেশ্যে বলছি এটাই বাংলা ধারাবাহিক এর সাইন্স”।