পর্যায় না ঝুঁকলেও বাস্তবে ঝুঁকতে বাধ্য হল পুষ্পরাজ আল্লু অর্জুন, প্রশাসনকে দিতে হল জরিমানা

দেশের নিয়ম সবার জন্য এক, সে সাধারন মানুষ হোক বা কোন সেলিব্রিটি হোক। তবে অনেকের ধারণা থাকে, সেলিব্রেটিরা কোন ভুল বা অন্যায় করলে, প্রশাসনের কোনো ব্যবস্থা নেয় না। সেই ধারণাই এবার ভুল প্রমাণিত করলেন হায়দ্রাবাদের পুলিশ প্রশাসন। দক্ষিণ ভারতীয় সুপারস্টার (Superstar) আল্লু অর্জুনকে (Allu Arjun) জরিমানা দিতে হলো হায়দ্রাবাদের পুলিশকে। আসুন জেনে নিন, কেন তাঁকে জরিমানা দিতে হলো? বা তাঁর অপরাধটাই কি?

দেশের নিয়ম অনুসারে, ৪ চাকার গাড়ির জানালার কাঁচের রং কালো হওয়ার হতে যাবে না। কারণ অনেকেই কালো রঙের জানলার আড়ালে অনৈতিক কাজ করে থাকে। তাই কিছু বছর হল, গাড়িতে কালো কাঁচের পরিবর্তে অন্য রঙের ব্যবহার করার জন্য বলা হয়েছে। কিন্তু অনেকেই সেই নিয়ম মানছে না, তার মধ্যে সেলিব্রেটিরাও রয়েছে। এবার অল্লু অর্জুনকে (Allu Arjun) এই কারণেই পুলিশ ধরেছিল।

আসলে হায়দ্রাবাদের পুলিশ বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলেন, সুপারস্টার অল্লু অর্জুনের গাড়ির জানালার কাছে রং কালো। এবার এই কারণেই আল্লু অর্জুনকে জরিমানা দিতে হলো প্রশাসনকে। ৭০০ টাকা জরিমানা বাবদ দিলেন ‘ পুষ্পা ‘ ছবির আল্লু অর্জুন। ছবিতে যতই বলুক ‘ ঝুঁকেগা নেহি শালা ‘। বাস্তব জীবনে প্রশাসনের কাছে পুষ্পা রাজকে ঝুঁকতেই হলো।

এই প্রথম নয় এর আগেও অনেক তারকাও কালো রংয়ের জানলার কাঁচ ব্যবহার করে পুলিশের কাছে ধরা পড়েছিল। গাড়িতে কালো রংয়ের কাঁচ ব্যবহার করা হয় দুটো কারণে। এক, বাইরের গরম যাতে ভেতরে না আসে এবং দ্বিতীয়, সাধারণ মানুষ যাতে দেখতে না পায় সেলিব্রেটিদের। তাই কালো রংয়ের কাঁচ ব্যবহার করা হতো। কিন্তু কালো রঙের কাঁচের জন্য দেশের ক্রাইমের সংখ্যা বেশ বাড়ছিল। সেই কারণে নিয়ম আনা হয় প্রশাসনের তরফ থেকে, কালো রংয়ের কাঁচ ব্যবহার করা যাবে না। তবে অন্য যেকোনো রঙের কাঁচ ব্যবহার করা যেতে পারে।