যা চলতি বছরে সিনেমা হলে করে দেখাতে পারেনি তা OTT প্ল্যাটফর্মে করে দেখালেন অক্ষয় কুমার

OTT প্ল্যাটফর্মে মুক্তি পেল ছবি

চলতি বছরের বলিউডের(Bollywood) অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। এই বছর অনেক বড় বাজেটের ছবি বক্সঅফিসে মুক্তি পেয়েছে, তবে সেগুলি আশানুরূপ ফলাফল করতে পারেনি। একের পর এক ছবি ফ্লপ প্রমাণিত হয়েছে। এরই মাঝে মুক্তি পেল অক্ষয় কুমার (Aksay Kumar) অভিনীত ‘কাটপুতলি’ (Cuttputlli)। গত ২রা সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পেয়েছে।

Ott Platform

চলতি বছরে অক্ষয় কুমার অভিনীত বেশ কিছু ছবি মুক্তি পেতে দেখা গেছে। সেগুলি বক্সঅফিসে ভালো ফলাফল করতে ব্যার্থ হয়। কিন্তু ‘কাটপুতলি’ ছবির হাত ধরে অক্ষয় কুমারের শনির দশা কাটলো বলে অনেকে মনে করছেন। কেননা ছবিতে ওটিটি প্ল্যাটফর্মে বেশ ভালো ফলাফল করছে। ৯ই সেপ্টেম্বর অর্থাৎ আজ অভিনেতার জন্মদিন (9th Septembar Birthday Of Aksay Kumar)। জন্মদিন উপলক্ষে আপনাদের সঙ্গে শেয়ার করবো ‘কাটপুতলি’ ছবির সাফল্যের কথা। আজকের প্রতিবেদনে থেকে এ নিয়ে বিস্তারিত জেনে নিন।

‘কাটপুটলি’ ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে(OTT Platfrom) মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর থেকে এখনো পর্যন্ত বেশ ভালো রখম মুনাফা অর্জন করছে ছবিটি। রঞ্জিত তিওয়ারি (Ranjit Tiwari) পরিচালিত ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে সারগুন মেহেতা, রাকুল প্রীত সিং, চন্দ্রচূড়ের মতো অভিনেতাদেরও দেখা যাচ্ছে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে সর্বাধিক দেখা চলচ্চিত্র হয়ে উঠেছে। এখনো পর্যন্ত ৮ মিলিয়ন মানুষ ছবিটি দেখেছেন। ৮ মিলিয়ন ভিউ (8 Million View’s) নিয়ে ছবিটি হিট প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত, একই সাথে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আলিয়া ভাটের ‘ডার্লিংস'(Darlings) এবং জাহ্নবী কাপুরের ‘গুড লাক জেরি’ (Good Luck Jerry) ছবি দুটি। এই ছবি দুটির ভিউ এসেছে যথাক্রমে ৬.৭ মিলিয়ন এবং ৪.৯ মিলিয়ন।

Akshay Kumar

১৫০ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবিটির ডিজিটাল স্বত্ব ১৮০ কোটি টাকায় বিক্রি হয়েছিল। এই ছবির জন্য অক্ষয় কুমার ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। লক্ষণীয় যে অভিনেতার শেষ তিনটি ছবি, যেমন ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘রক্ষা বন্ধন’ ফ্লপ হলেও ভক্তরা এই ছবিটি সাদরে গ্রহণ করেছেন। অক্ষয় কুমারকে অর্জান শেঠির চরিত্রে বেশ পছন্দ করেছেন দর্শকেরা। এই পরিস্থিতিতে অনেকে মনে করছেন, জ্যাকি ভাগনানি, বাশু ভাগনানির নেতৃত্বে পূজা এন্টারটেইনমেন্টের (Puja Entertainment) ব্যানারে নির্মিত ছবিটি ওটিটিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না।

Cuttputlli Movie

প্রসঙ্গত, জেনে রাখুন ওটিটি প্ল্যাটফর্মে যদি কোনো সিনেমা ৪০ লাখের কম ভিউ আসে, তবে তা ফ্লপ হিসাবে বিবেচিত হয়। অন্যদিকে ৪০ থেকে ৭০ লক্ষ ভিউ পেলে, তা গড় চলচ্চিত্র হিসাবে ধরা হয়। আর ৭০ থেকে ৮০ লক্ষ ভিউ আসলে তা হিট ছবি হিসাবে গন্য করা হয়। এছাড়া কোনো ছবি ১ কোটি ভিউ পেলে, তা সুপারহিট প্রমাণিত হয়।