ধারেপাশে টিকছে না Jio-Vi, এয়ারটেলের নতুন ২ টি প্ল্যানে বাজিমাত

Jio এয়ারটেল ২ টি নতুন প্ল্যান

 

রিচার্জের দাম বাড়ার ফলে টেলিকম (Telecom) সংস্থাগুলি গ্রাহক হারাচ্ছে। এরূপ পরিস্থিতে মার্কেটে নিজেদের ধরে রাখতে একাধিক অফার নিয়ে হাজির হচ্ছে প্রাইভেট টেলিকম সংস্থাগুলি। সম্প্রতি Airtel এরকম প্ল্যান নিয়ে হাজির হয়েছে। যা গ্রাহকদের ভালো রকম সুবিধা দিচ্ছে। আসুন আজকের প্রতিবেদনে জেনে নিন এই প্ল্যান (Plans) দুটি সম্পর্কে।

Airtel

Airtel 519 টাকার রিচার্জ প্ল্যান –

এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। প্রতিদিন এসএমএস পাওয়া যাবে ১০০ টি করে। প্রতিদিন ইন্টারনেট ডেটা পাওয়া যাবে ১.৫ জিবি করে। এই প্ল্যানে বিনামূল্যে পেয়ে যাবেন Apollo 24l7 circle, Hello tune, Wynk Music । এছাড়াও FASTag ১০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ৬০ দিন। যা সত্যি খুবই লাভদায়ক অফার গ্রাহকদের জন্য।

Airtel Telecom Sector

 

Airtel ৭১৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান –

এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, ১০০ টি করে এসএমএস পাওয়া যাবে। ইন্টারনেট ডেটা প্রতিদিন ১.৫ জিবি করে পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানেও থাকবে Apollo 24l7 circle, Hello tune, Wynk Music ফ্রি সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা থাকবে ৯০ দিনের।

Airtel 5G

 

৫১৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে খরচ পড়বে ৫.৭৬ টাকা প্রতি জিবি ডেটাতে। ৭৭৯ টাকার প্ল্যানে খরচ পড়বে ৫.৭৭ টাকা প্রতি জিবি ডেটাতে। তাছাড়াও 5G খুবই শীঘ্রই শুরু হতে চলেছে। যে যে ফোন কোম্পানিতে 5G পাওয়া যাবে, সেগুলি হলো Nokia, Ericsson ও Samsung।