ব্রিটিশ আর মুঘলরা যদি ভারত শোষণে ব্যর্থ হত, তবে দেশ আজ এমন হত! দেখুন AI কল্পিত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সাম্প্রতিক বছরগুলোতে অনেক দূর এগিয়েছে। লোকেরা তাদের দৈনন্দিন জীবনে এটি ব্যবহার করছে এবং অনেক শিল্পী প্রযুক্তির সাহায্যে কাল্পনিক দৃশ্যও তৈরি করছে। বরফে ঢাকা কলকাতা থেকে ধোঁয়ায় ঢাকা দিল্লি পর্যন্ত, এআই-এর রয়েছে অকল্পনীয় জিনিস তৈরি করার ক্ষমতা। সম্প্রতি, একজন শিল্পী গোটা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে এআই কল্পিত ছবির মাধ্যমে তুলে ধরেছেন। মুঘল ও বিদেশী শক্তি ভারতকে বহু বছর ধরে শাসন এবং শোষণ করেছে। যার প্রত্যক্ষ প্রভাব পরেছে ভারতের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে। যদি ভারত ব্রিটিশ ও মঘলদের দ্বারা শাসিত না হতো, তবে ভারতের চিত্র ঠিক কেমন হতো তার কাল্পনিক রূপ প্রকাশ করল এআই (AI)।

মন্দির

প্রাচীনকাল থেকেই ভারতের ঐতিহ্যের মধ্যে দেব- দেবীর মন্দির একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার সমান গুরুত্ব এখনও বর্তমান। তবে মুঘল আমলে ব্যাপক হারে হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল। মুঘলরা যদি হিন্দুদের দেবদেবীর মন্দির ধ্বংস না করতো তাহলে মানুষকে অবাক করার মত বহু প্রাচীন মন্দির আজও বর্তমান থাকত।

বিশ্ববিদ্যালয়

প্রাচীনকালে নালন্দা ও বিক্রমশীলার মত একাধীক বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল ভারতে। এক সময় গোটা বিশ্ব থেকে শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসতো। কিন্তু দিল্লির সুলতানির আক্রমণের পর এই সব বিশ্ববিদ্যালয় গুলোর অস্তিত্ব হারিয়ে যায়। পুরোপুরী ভেঙে যায় ভারতীয় শিক্ষার মেরুদন্ড।

শহর

তথ্য বলছে, দিল্লির ব্রিটিশ রানী এবং মুঘল সাম্রাজ্যের কারণে ভারতে বহু শহরের পতন ঘটেছিল। এবং হত্যা করা হয়েছিল বহু মানুষকে। যার ফলে বহু প্রাচীন শহরের অস্তিত্ব হারিয়ে গিয়েছিল এবং দখল হয়ে গিয়েছিল।

অর্থনীতি

ইতিহাস সাক্ষী আছে যে, ভারতকে বহুবার বিদেশী শক্তির কাছ থেকে আক্রমণের শিকার হতে হয়েছিল। একটা সময় ভারত সোনার পাখি হিসেবে পরিচিত ছিল। কিন্তু ব্রিটিশ শক্তি ও মুঘলরা ভারতকে এমন মর্মান্তিক ভাবে লুট করেছে যে, আজ ভারত মাটির পাখিতে পরিণত হয়েছে। বহিরাগত শক্তি ভারত থেকে লুট করেছে বহু সম্পদ, ধ্বংস করেছে ভারতের অর্থনীতিকে।