পশ্চিমবঙ্গে ১৫ হাজার কোটি টাকার প্রজেক্টে কাজ শুরু করবে Adani Group, হবে প্রচুর কর্মসংস্থান

১৫ হাজার টাকার প্রজেক্টের কাজ শুরু হবে রাজ্যে

দেশের অন্যতম বাণিজ্যিক সংস্থা হলো আদানি গ্রুপ(Adani Group)। এই গ্রুপের চেয়ারম্যান হলেন শিল্পপতি গৌতম আদানি(Goutam Adani)। এই সংস্থা বিভিন্ন নতুন ব্যাবসায়িক খাতে বিনিয়োগ করে চলেছে। চলতি বছরে আদানি গ্রুপের ব্যাবসায়িক পরিধি বেশ বিস্তার লাভ করেছে। প্রসঙ্গত, ব্যাবসা বৃদ্ধির সাথে সাথে গৌতম আদানির সম্পত্তির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তিনি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যাক্তিদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রায়শই তিনি ব্যাবসায়িক ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিয়ে থাকে। আবারও তিনি এক নতুন ক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছেন। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়েই বিস্তারিত তথ্য দেব।

Gautam Adani

আদানি গোষ্ঠী পশ্চিমবঙ্গে এই প্রথম বিনিয়োগ করতে চলেছেন। এর জন্য পশ্চিম বঙ্গ সরকারের (Govt Of West Bengal)সঙ্গে তিনি হাত মিলিয়েছেন। পশ্চিম বঙ্গ সরকারের পক্ষ থেকে তাজপুর বন্দর (Tajpur port ) নির্মাণের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে তাজপুর বন্দর নির্মাণের কাজ আদানি গোষ্ঠীর উপর তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিনই এই সিন্ধান্তে সরকারি ভাবে সিলমোহর পরে যায়। এখন শুধু ‘লেটার অফ ইনটেন্ড’ (Letter Of Intent) আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার অপেক্ষা। জানা যাচ্ছে খুব শীঘ্রই আদানি গ্রুপের হাতে এই লেটার তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন, ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন, ‘‘অনেক দিন ধরেই তাজপুরে বন্দর করার জন্য টেন্ডার ও ডিপিআর প্রক্রিয়া চলছিল। দু’জন অংশগ্রহণ করেছিল এ বিষয়ে। তাজপুর বন্দর করতে সর্বোচ্চ দরপত্র দিয়েছে আদানি গোষ্ঠী।”

প্রসঙ্গত, শিল্পপতি গৌতম আদানির সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Of West Bengal Mamata Banerjee ) সম্পর্ক বেশ ভালো। তিনি অনেকদিন ধরেই বাংলায় বিনিয়োগ করতে চেয়েছিলেন। এ জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে গিয়ে আলোচনাও করেছেন। হলদিয়া, তাজপুর বন্দরে বিনিয়োগের কথা সে আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছে। আদানি গ্রুপ বাংলায় বিনিয়োগ করুক এটা মুখ্যমন্ত্রীও চান। ২০২২ সালে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও তাজপুর বন্দর নিয়ে শিল্পপতি গৌতম আদানি বেশ আগ্রহ প্রকাশ করেছিলেন। তারপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বড় সিদ্ধান্ত নেওয়া হলো।

Mamata Banerjee

রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্তের ফলে তাজপুর বন্ধন নির্মাণের কাজ আরো একধাপ এগিয়ে গেলো।
এই প্রোজেক্টের জন্য ১৫ হাজার কোটি টাকার ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা(State Cabinet)। প্রাথমিক পর্যায়ে বন্দরের পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত এটি বাংলার প্রথম গভীর সমুদ্র বন্দর( Bengal’s First Deep Sea Port) হতে চলেছে। ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরাদ হাকিম জানিয়েছেন, এই বন্দরের পরিকাঠামো উন্নয়নে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ হবে। অর্থাৎ তাজপুর বন্দর নির্মাণে সবমিলিয়ে ২৫ হাজার কোটি টাকা খরচ হবে। এই বন্দর নির্মাণ হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলেও জানিয়েছেন মন্ত্রী ফিরাদ হাকিম। অন্যদিকে এই বন্দর নির্মাণ হলে উত্তরবঙ্গের সঙ্গে জলপথে বাণিজ্য করা সহজ হয়ে যাবে।

Adani Group