AC কিংবা স্লিপার, সবেতেই পাওয়া যাবে এই সুবিধা! দুর্দান্ত পরিকল্পনা ভারতীয় রেলের

সফরকালে যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয়, সেজন্য সর্বদা নতুন নতুন নিয়ম চালু করে ভারতীয় রেল (Indian Railways)। পরিবহনের মেরুদন্ড এই রেল পরিষেবার সাহায্যে সাত হাজারের বেশি রেলস্টেশন থেকে প্রতিদিন প্রায় ১০ হাজারের বেশি যাত্রী চলাচল করে থাকেন।

রেলপথে যখনই কোন জায়গায় আপনি ভ্রমণের জন্য কিংবা প্রয়োজনে যাবেন, তখনই আপনাকে টিকিট কেটে ট্রেনে চড়তে হবে। তবে সবক্ষেত্রেই দেখা যায়, ট্রেনের টিকিট কাটা নিয়ে এবং সিট পাওয়া নিয়ে একটা না একটা সমস্যা থেকেই যায়। বেশিরভাগ ক্ষেত্রেই টিকিট ওয়েটিং লিস্টে থাকতে দেখা যায়।

img 20230424 190859

এবার যাত্রীদের এই সমস্যা থেকে মুক্ত করতে এক অভিনব পন্থা নিয়ে এল ভারতীয় রেল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যখন কোন বয়স্ক ব্যক্তি, কিংবা কোন গর্ভবতী মহিলা, অথবা একা কোন মহিলা, আবার যদি কোন মহিলা ছোট বাচ্চা নিয়ে সফর করছেন, সেক্ষেত্রে তাঁরা লোয়ার বার্থ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এখানেই শেষ নয়, যদি কোন দিব্যাঙ্গ ব্যক্তি ট্রেনে সফর করেন, তাহলে তাঁকেও এই সুবিধা দেওয়া হবে।

img 20230424 190845

তবে এমনটা নয় যে অন্যান্য যাত্রীরা ট্রেনের লোয়ার বার্থের টিকিট পাবেন না। নির্ধারিত সময়ে টিকিট কাটলে এবং পছন্দমত টিকিট কাটলে যে কোন ব্যক্তি তাঁর পছন্দানুযায়ী সিট পেতে পারেন। তবে বয়স্ক, মহিলা এবং দিব্যাঙ্গদের বিষয়টা মাথায় রেখে এমনটা সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই কারণে, রেলের পক্ষ থেকে এক সার্কুলার জারী করে বলা হয়েছে, স্লিপার ক্লাসের ২ টি নিম্ন এবং মধ্যম আসন এবং AC 3-Tier এর জন্য ১ টি নিম্ন এবং ১ টি মধ্যম আসন এই সকল ব্যক্তিদের জন্য বরাদ্দ করা আছে।