“5G -তে আমরাই সেরা”- jio এর টার্গেট নিয়ে বড়ো কথা বললেন মুকেশ পুত্র আকাশ আম্বানি

jio এর টার্গেট নিয়ে বড়ো কথা বললেন মুকেশ পুত্র

গত বছরের শেষ দিকে রিলাইয়েন্স জিও (Reliance Jio) দেশে ৫জি নেটওয়ার্ক পরিষেবা লঞ্চ করেছে। তারপর থেকে দ্রুত গতিতে সমগ্ৰ দেশে এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার কাজ করছে সংস্থাটি। যদিও সারা ভারত জুড়ে ৫জি পরিষেবা (Jio 5G Network) চালু হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। তবে একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, জিও খুব দ্রুত হারে 5জি পরিষেবা দিচ্ছে। চলুন বিস্তারিত জেনে নিন।

jio,,

প্রসঙ্গত, ভারতের মোট ২৭৭ টি বড় শহরে রিলাইয়েন্স জিও এখনো পর্যন্ত ৫ জি পরিষেবা চালু করেছে। সংস্থাটি ৭০০ Mhz এর সঙ্গে ৩৫০০ Mhz ব্যান্ডে আড়াই লক্ষ সেলের বৃহত্তম সেট আপ সহ ৪০ হাজারেরও বেশি সাইট সাজিয়ে ফেলেছে। এ বিষয়ে স্বয়ং কোম্পানির চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন।

সম্প্রতি এ বিষয়ে এক সেমিনারে মুখ খুলেছেন আকাশ আম্বানি। তিনি জানিয়েছেন যে, ‘আমরা প্রতি মাসেই জিও ৫জি-র প্রসার বাড়ানোর লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলেছি। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রামে জিও পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছি আমরা। এটি বিশ্বের দ্রুততম ৫ জি রোলআউট হতে চলেছে।’

 

জানিয়ে রাখি, ভারতীয় অর্থনীতির উপর 5জি পরিষেবার ভালো প্রভাব পড়বে। এ কথাও জানান তিনি। 5জি পরিষেবা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়লে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি পরিষেবা, দুর্যোগ নিয়ন্ত্রণ এবং স্মার্ট সিটি গড়ার কাজও দ্রুত হবে বলে তিনি মনে করছেন। ইতিমধ্যে কলকাতায়ও এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে এবং এখানকার জিও ৫জি স্পীডও ভালো দিচ্ছে।