রেললাইনের ধারে গভীর খননে মিললো 4 ফুট লম্বা এই জিনিস, দেখতে জমায়েত ব্যাপক ভীড়

বিহারের (Bihar)গোলপালগঞ্জ রেলওয়ে লাইনের ধারে মাটি খোঁড়ার কাজ চলছিল। কিন্তু খোঁড়ার পর মাটির তলা থেকে এমন জিনিস পাওয়া গেল যে দেখার জন্য লোকের ভিড় জমা হয়ে গেল সেখানে ও সবাই ভগবানের জয় জয়কার করা শুরু করে। আসলে মাটির নিচ থেকে ৪ ফুট লম্বা ভগবান বিষ্ণুর মূর্তি (4ft lord Vishnu Murti) উদ্ধার করা হয়। অনুমান করা হচ্ছে এই মূর্তিটি অষ্টধাতু দ্বারা তৈরি ও অনেক পুরোনো। রিপোর্ট থেকে জানা গেছে যে স্থানীয় লোকজন এই মূর্তি সবার প্রথমে খুঁজে পায়। আর তারপর পুলিশকে এই বিষয় জানানো হয়। পুলিশ মূর্তিকে কব্জা করে নিয়েছে ও প্রত্নতত্ত্ব বিভাগকে গবেষণা করার জন্য পাঠিয়েছে।

পুলিশের এক কর্মকর্তা গত সোমবার জানিয়েছে যে বারাউলি থানা এলাকার মোহনপুর গ্রামের নিকট রেলওয়ে লাইনের ধরে জেসিবি দ্বারা মাটি খোঁড়া হচ্ছিল। রবিবার সন্ধ্যে বেলা যখন মাটি খোঁড়া হচ্ছিল তখন জমির ১৫ ফিটের ভেতর থেকে ভগবান বিষ্ণুর প্রাচীন মূর্তি পাওয়া যায়। এই মূর্তিটি ৪ ফিটের কালো রঙের খণ্ডিত বিষ্ণু প্রতিমা (4ft lord Vishnu Murti)। এই মূর্তিটি ভগবান বিষ্ণুর মুক্তির মতোই দেখতে লাগছে ও মূর্তির ডান দিকের হাত ভাঙা রয়েছে।

বারাউলি থানার ইনচার্জ অশ্বিনী কুমার তিওয়ারি জানিয়েছেন যে এই মূর্তিকে দেখে মনে হচ্ছে এটি অনেক দামি মূর্তি ও অষ্টধাতু দ্বারা নির্মিত। কিন্তু এখনো পাকাপাকি ভাবে বেশি কিছু বলা যাচ্ছে না এই মূর্তির বিষয়। এছাড়া থানার ইনচার্জ জানিয়েছে বর্তমানে মূর্তিটিকে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে পাঠানো হয়েছে আর এর গবেষণা সম্পূর্ন হওয়ার পরই সঠিকভাবে এই মূর্তির বিষয় জানা সম্ভব হবে।