গুগল থেকে আচমকায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো ২ কোটি, আর তারপর যা হল…

একাউন্টে আচমকাই ২ কোটি টাকা দেখে চক্ষু চড়কগাছ ব্যক্তির, তারপর এমন কাণ্ড ঘটলো

যদি আপনি কখনো দেখেন আপনার অ্যাকাউন্টে আচমকাই কোটি টাকা এসেছে তাহলে আপনার কেমন হবে। স্বাভাবিক ভাবেই আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আর এমনটাই ঘটেছে এক ব্যক্তির সাথে। এক ব্যক্তি আচমকায় দেখলেন তার একাউন্টে ২ লক্ষ ৫০ হাজার ডলার ঢুকেছে গুগল থেকে। যা ভারতীয় মুদ্রা (Indian Ruppes) প্রায় ২ কোটি টাকা। হঠাৎ Google থেকে তার একাউন্টে কেন এত টাকা, তা কোনোমতেই বুঝে উঠতে পারছিলেন না আমেরিকার এই ব্যক্তি।

Google

এই ব্যক্তি হলেন আমেরিকার ওমাহা প্রদেশের শ্যাম কারি নামক ব্যক্তি। তোর একাউন্টে এত টাকা দেখে প্রথমেই তিনি ঘাবড়ে গিয়েছিলেন। আচমকা লক্ষী লাভের এই নেপথ্য কাহিনী গত বুধবার টুইট করে জানান ব্যক্তিটি। তার একাউন্টে এত টাকা পেয়ে উল্লাসিত হয়নি বরং তার চিন্তা বাড়িয়েছিল।

 

ওই ব্যক্তির টুইট করে লিখেছিলেন, “তিন সপ্তাহ বেশি হয়ে গেল গুগল আমার একাউন্টে ২ লক্ষ ৪৯ হাজার মার্কিন ডলার (US Dollars) পাঠিয়েছে। গুগলের সাথে যোগাযোগ করার কোন উপায় আছে। যদি গুগল টাকা ফেরত চায় তাহলে টাকা ফেরত করতে কোন সমস্যা নাই।”

 

তথ্য অনুযায়ী, শ্যাম নামক ব্যক্তিটি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বিভিন্ন সংস্থার সফটওয়্যার এর নিরাপত্তা সংক্রান্ত কোনো ফাঁকফোকর থাকলে তিনি খুঁজে বার করেন। তাই গুগল থেকে এইভাবে টাকা প্রাপ্তি নিরাপত্তার কোন ত্রুটি নাই বলেই জানিয়েছেন তিনি। এই টাকা ভুলবশত এসেছে বললে তার ধারণা। তাই তিনি এই টাকা নিজের কাছেই রাখছেন এবং এখান থেকে একটি টাকাও খরচ করছেন না। যদি গুগল ফেরত চায় তাহলে দেওয়া হবে, নতুবা তিনি এত টাকা অন্য একাউন্টে রাখবেন যাতে কোন কর বসাতে না হয়।

US Dollars

এই বিষয়টি প্রকাশ হওয়ার পর গুগল সাড়া দেয় এবং ভুলবশত এই টাকা একাউন্টে চলে গেছে বলে জানান গুগল কর্তৃপক্ষ। এই সংস্থার মুখপাত্র বলেন, “ভুলবশত আমরা টাকা ওই ব্যক্তির একাউন্টে পাঠিয়েছি, এই ব্যক্তির মানসিকতাকে ধন্যবাদ জানাই, বিষয়টি এত তাড়াতাড়ি উত্থাপন করেছেন। আমাদের ভুল শুধরে নেব।” গুগল টাকা ফিরিয়ে নেবে বলে জানিয়েছে, এদিকে শ্যামের টাকা ফেরত দিতে কোন সমস্যা নাই।