মাকে এই প্রথম বিদেশ যাত্রা করালো ছেলে, সাথে নিয়ে গেল সিঙ্গাপুর…লোকেদের কাছে করল এই বিশেষ রিকুয়েস্ট যা জেনে….

মাকে এই প্রথম বিদেশ যাত্রা করালো ছেলে

মা (Mother) কোনো শব্দ নয়, এটি এক অনুভূতির নাম। একমাত্র মা-ই পারেন তার সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে। শত ব্যাথা, বেদনা সহ্য করতে। এই শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, অকৃত্রিম স্নেহ, আদর, মায়া, মমতা। মায়ের তুলনা একমাত্র মায়ের সঙ্গেই করা যায়। পৃথিবীতে যত বড় পদ রয়েছে সবের উপরে রয়েছে মায়ের পদ। মা সর্বদা চান তাঁর সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। আজ এমনই এক মা ও ছেলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবো, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে।

LinkedIn

মাঝে মধ্যেই ইন্টারনেটে (Internet) মা নিয়ে নানা গল্প, প্রতিবেদন কবিতা উঠে আসে। যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। সম্প্রতি মাকে নিয়ে এমনই এক সত্যিকারের ঘটনা সামনে আসছে। সন্তান বড় হওয়ার পর অনেকেই তাঁর মায়ের ছোট ছোট স্বপ্ন গুলো পূরণ করতে চায়। দত্তাত্রয় জেও (Dattatray J) তাঁদের মধ্যে একজন। যিনি পেশায় একজন ব্লকচেইন ডেভেলপার (Blockchain Developer)। কর্মসূত্রে থাকেন সিঙ্গাপুরে। এবার তিনি পূরণ করলেন মায়ের ইচ্ছা। মাকে সিঙ্গাপুর (Singapore) ঘুরিয়ে আনলেন।

সম্প্রতি দত্তাত্রয় জে সোশ্যাল মিডিয়াতে (Social Media) মায়ের সঙ্গে তাঁর দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, তিনি মাকে নিয়ে বিশ্বের অন্য প্রান্ত অর্থাৎ তাঁর কর্ম ক্ষেত্রে ঘুরতে গিয়েছেন। তিনি ওই পোস্টে (Post) আরো জানিয়েছেন যে, তাঁর মা সারা জীবনটা ছোট্ট একটি গ্রামেই কাটিয়েছেন। জীবনে কখনো প্লেনে চড়েননি। লিঙ্কডইন (Linkedin) থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। যেখানে বহু মানুষ লাইক ও কমেন্ট করছেন।

Viral

দত্তাত্রয় জে-এর মা তাঁর প্রজন্মের প্রথম মহিলা যিনি ওই গ্রাম থেকে বিদেশে পাড়ি দিয়েছেন। তবে সঙ্গে বাবা না থাকার দুঃখও শেয়ার করেছেন তিনি। তাঁর মতে, বাবা মাকে দেওয়া এই সুখ কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। বহু মানুষ পোস্টটিতে নানা মন্তব্য (Comment) করে ভরিয়ে দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, “দারুণ, এটি সত্যিই দুর্দান্ত।” অন্য আরেক জন লিখেছেন, “প্রিয় ভাই, আমি জানি না আপনি কে? তবে আমি আপনাকে আমার হৃদয় থেকে ভালোবাসি। আপনার মায়ের প্রতি শ্রদ্ধার জন্য! অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা!”