১০০ বছরের পুরনো একটি ট্রেন, যা গুহার ভিতরে অদৃশ্য হয়ে গিয়েছিল, এখনো চলছে তার সন্ধান

১০০ বছরের পুরনো একটি ট্রেন, যা গুহার ভিতরে অদৃশ্য হয়ে গিয়েছিল

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া (Social Media) কিংবা খবরের শিরোনামে এমন সব খবর উঠে আসে যা দেখলে অনেকেই অবাক হয়ে যায়। মাঝে মধ্যেই এমন আশ্চর্যজনক খবর উঠে আসে। কিছু দিন আগে মাঝ আকাশ থেকে বিমান উধাও হয়ে যাওয়ার খবর প্রকাশ পেয়েছিল। যা অনেককেই অবাক করেছিল। এবার জলজ্যান্ত ট্রেন উধাও হওয়ার (Italy’s Mysterious Train Disappeared) খবর উঠে এসেছে। পুরো বিষয়টি জানলে আপনিও অবাক হবেন। চলুন বিস্তারিত জেনে নিন।

Train

আপনি নিশ্চই কখনো না কখনো ট্রেনে ভ্রমন করেছেন। তবে যদি কখনো শোনেন ট্রেন একটা ট‍্যানেলের ভিতর প্রবেশ করে উধাও হয়ে গেল, তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয় চমকে যাবেন। এমনই এক চমকে দেওয়া গল্প আপনাদের শোনাবো। তবে এ গল্প কোনো কাল্পনিক গল্প নয়। এটা সত্যিই ঘটেছে। যেখানে এক ট্রেন গুহার ভেতরে প্রবেশ করে ১০৪ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। আজও সেই রহস্যের কোনো কিনারা মেলেনি।

তবে এটাই প্রথম নয়। এর আগে আমেরিকার এক বিমান মাঝ আকাশ থেকে উধাও হয়ে গিয়েছিল। আজও সেই বিমানের সন্ধান পাওয়া যায়নি। আর এই ট্রেন নিখোঁজের ঘটনাটি ঘটছে ইতালিতে। ১০৪ জন যাত্রীকে নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করেছিল। মাঝ পথ থেকেও উধাও হয় ট্রেনটি। তবে এটা আজকের ঘটনা নয়। আজ থেকে প্রায় ১০০ বছরের বেশি সময় আগে ১৯১১ সালের ঘটনা। সময় পেরিয়ে গেলেও আজও ট্রেনটি কোথাও গেল? তার কোনো সন্ধানই পাওয়া যায়নি।

Italian

আসলে ওই বছর ইতালির জেনেটি রেলওয়ে কোম্পানির (Italian Railway Company Zanetti) তৈরি করা নতুন ট্রেনটি ট্রায়ালে বেরিয়েছিল। যেখানে বিনা পয়সায় কিছু যাত্রীদের চাপানো হয়েছিল। যেখানে রেলকর্মীসহ প্রায় ১০৪ জন যাত্রী এই ট্রেনে উপস্থিত ছিল। এই ট্রেনটিই চলতে চলতে এক টানেলে প্রবেশ করে এবং সেখান থেকে আর বের হয়নি। ট্রেনটি কোথায় অদৃশ্য হলো তা আজও অজানা। এই ট্রেন থেকে দুই আরোহী বেরিয়ে আসতে পারলেও, তারা কিছুই বলতে পারেনি ট্রেনটি কোথায় গেল। অনেকেই মনে করেন ট্রেনটি টাইম ট্রাভেল (Time Travel) করে অদৃশ্য হয়ে গিয়েছে।