শুধুমাত্র অ্যাডভান্স বুকিং থেকে 100 কোটি টাকা সংগ্রহ করলো, মোহনলাল ও সুনীল শেট্টি অভিনীত এই চলচ্চিত্র

দক্ষিণ ভারতে মুক্তি পেতে চলেছে ‘মারাক্কার- লায়ন অফ দ্য আরবিয়ান সি’। ছবির প্রযোজনায় রয়েছেন অ্যান্টনি পেরাম্বাভুর। এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন সুপারস্টার অভিনেতা মোহনলাল। ছবিটিতে সুনীল শেঠিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
মুভিটি সুপারহিট হতে চলেছে তা বলাই বাহুল্য। কারণ ট্রেলার রিলিজ হতে না হতেই ১০০ কোটি টাকার অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। ছবিটি শুধু মালায়লাম ভাষায় নয় আরো বিভিন্ন ভাষায় মুক্তি পাবে – হিন্দি, তামিল , তেলেগু এবং কন্নড়।
നാളെ ചരിത്ര ദിവസം കുഞ്ഞാലിയുടെയും മലയാള സിനിമയുടെയും #MarakkarFromDec2
Worldwide releasing in 4100 screens with 16000 shows per day.#MarakkarArabikadalinteSimham#MarakkarLionoftheArabianSea pic.twitter.com/BvWS0BeBU0
— Mohanlal (@Mohanlal) December 1, 2021
মোহনলাল ছবিটির সম্বন্ধে জানিয়েছেন , ছবিটি বিশ্বে ৪১০০ টি স্ক্রিনে মুক্তি পাবে। প্রতিদিন প্রায় ১৬০০ শো চলবে। ছবিটির ট্রেলার দেখে দর্শকরাও প্রবল উৎসাহের সাথে অপেক্ষা করছে ছবির মুক্তির দিনের জন্য।
ছবিটির ট্রেলারে দেখানো হয়েছে, ১৭ দশকে মারাক্কারাতে সব থেকে বড় যুদ্ধ। যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অজুর্ন সারজা, মঞ্জু ওয়ারিয়ার এবং সিদ্দিককে। দীর্ঘ দিন পর এই সিনেমার মাধ্যমে ফিরতে চলেছেন কীর্তি সুরেশ।