নেই হাত, নেই পা, তাও চালাচ্ছেন রিক্সা, ভাইরাল ভিডিও দেখে চাকরি দিতে চাইলেন আনন্দ মাহিন্দ্রা

পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, হার না মেনে কাজ করার নামই হল জীবন। বাধা যতই থাকুক না কেন, সেই বাধাকে দূরে সরিয়ে রেখে মুখ বুজে এগিয়ে যেতে হয় পরিবার-পরিজনের মুখ চেয়ে। সম্প্রতি এমনই এক ব্যক্তির কথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মএ ব্যাপক ভাইরাল হয়েছে। তিনি শারীরিকভাবে অক্ষম, কিন্তু তিনি তাঁর বিশেষ গাড়ির মাধ্যমে জীবিকা রোজগার করে চলেছেন।

ভিডিওটি শেয়ার করেছিলেন ভারতের শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। তিনি ভিডিওটি তুলেছিলেন ভারতের রাজধানী দিল্লি শহরে। ওই ব্যক্তির হাত নেই , এমনকি তাঁর পা দুটোও অক্ষম। কিন্তু তাঁর পরিবারকে চালানোর জন্য তাঁকে প্রতিদিনই লড়াই করে টাকা উপার্জন করতে হয়। তিনি তাঁর প্রতিবন্ধকতাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। জীবন যুদ্ধে তিনি অনেকটাই অসফলতার পরেও আজ তিনি কিছুটা হলেও সফল। শিল্পপতি আনন্দ তিনি ওই ব্যক্তির জীবন যুদ্ধে বেঁচে থাকার এই অদম্য জেদ দেখে যথেষ্ট মুগ্ধ হয়েছেন।

ওই ব্যক্তির পরিবারে তাঁর বৃদ্ধ বাবা, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দায়ভার তাঁর ওপর। তিনি নিজের দায়িত্বে সবাইকে সামলে রেখেছেন। হয়তো এর জন্য তাঁকে প্রতিনিয়ত অদম্য লড়াই করতে হয়। তিনি তার বুদ্ধি খাটিয়ে বিশেষ এক ধরনের গাড়ি বানিয়েছেন। গাড়িতে লাগানো হয়েছে স্কুটির ইঞ্জিন। সামনে বাইকের মত একটি অংশ। পিছনে অনেকটা চওড়া জায়গা। তিনি এই গাড়িতে বসে প্রতিদিন মাল এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে নিয়ে যান।

 

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ওই ব্যক্তির অসাধারণ বুদ্ধিমত্তা এবং হার না মেনে কষ্ট করে উপার্জন করা দেখে, তিনি যথেষ্ট খুশি হয়ে ব্যক্তিটিকে চাকরির প্রস্তাব দিয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যে ৫০ হাজারের বেশি লোক দেখে নিয়েছে। নেটিজনরা ওই ব্যক্তির যথেষ্ট প্রশংসাও করেছেন।